সম্পাদনা সারাংশ নেই
[অপরীক্ষিত সংশোধন] | [অপরীক্ষিত সংশোধন] |
অ (r2.6.4) (বট যোগ করছে: kk:Қынап (влагалище)) |
Mishrarpan (আলোচনা | অবদান) সম্পাদনা সারাংশ নেই |
||
| GrayPage = 1264
| Image = Vaginal opening - english description.jpg
| Caption = মানুষের যোনি; [[স্কিনি গ্রন্থি]] দৃশ্যমান হয়েছে
| Image2 =
| Caption2 =
| DorlandsID = Vagina
}}
'''যোনি''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]]: Vagina ''[[ভ্যাজাইনা]]'', মূলত [[লাতিন ভাষা|লাতিন]]: ''[[উয়াগিনা]]'') হলো স্ত্রী যৌনাঙ্গ, যা একটি ফাইব্রোমাসকুলার টিউবাকৃতি অংশ যা [[জরায়ু]] থেকে [[স্ত্রী|স্ত্রীদেহের]] বাইরের অংশ পর্যন্ত বিস্তৃত। এটি দেখা যায় [[অমরাবিশিষ্ট মেরুদণ্ডী]] ও [[মারসুপিয়াল]] প্রাণীতে, যেমন [[ক্যাঙ্গারু]] অথবা স্ত্রী [[পাখি]], [[মনোট্রিম]], ও কিছু [[সরীসৃপ|সরীসৃপের]] [[ক্লোকা|ক্লোকাতে]]। স্ত্রী [[কীটপ্রত্যঙ্গ]] এবং অন্যান্য [[অমেরুদণ্ডী]] প্রাণীরও যোনি আছে, যা মূলত [[ওভিডাক্ট|ওভিডাক্টের]] শেষ প্রান্ত। লাতিন বহুবচনে যোনিকে বলা হয় vaginae ''উয়াগিনাই'' (ইংরেজি উচ্চারণে ''ভ্যাজাইনি'')।
== গঠন (মানবদেহ) ==
[[মানুষ|মানুষের]] যোনি [[সারভিক্স]] থেকে [[ভালভা]] পর্যন্ত বিস্তৃত একটি নমনীয় ও মাংসল নালী।<ref>[http://www.womenshealth.gov/glossary/#vagina http://www.womenshealth.gov/glossary/#vagina] ''Womenshealth.gov''</ref> শরীর ভেদে পার্থক্য হলেও সাধারণত একটি অনুত্তেজিত যোনির দৈর্ঘ্য সামনের দিকে ৬ থেকে ৬.৫ সে.মি. (২.৫ থেকে ৩ ইঞ্চি) এবং পেছনের দিকে ৯ সে.মি. (৩.৫ ইঞ্চি)।<ref>Gray's Anatomy</ref> যৌন উত্তেজনার সময় যোনি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকেই বৃদ্ধি পায়।<ref>{{cite web | url = http://www.engenderhealth.org/res/onc/sexuality/response/pg2.html | work = EngenderHealth | title = The sexual response cycle | accessdate = 2007-10-13 }}</ref> এটার নমনীয়তার ফলেই এটি [[যৌন মিলন]] ও সন্তান [[জন্ম|জন্মদানের]] সময় বৃদ্ধিপ্রাপ্ত হয়।<ref>[http://www.metrokc.gov/HEALTH/famplan/flash/grades11-12/G1112-L17.pdf http://www.metrokc.gov/HEALTH/famplan/flash/grades11-12/G1112-L17.pdf] ''Metrokc.gov''</ref> যোনি, সুপারফিকাল ভালভা ও [[জরায়ু|জরায়ুর]] গভীরের সারভিক্সকে সংযুক্ত করে।
যদি একজন [[মহিলা]] সোজা হয়ে দাঁড়ান তবে
== যোনিচ্ছদ ==
=== যৌনমিলন ===
যোনির প্রবেশমুখে বেশকিছু স্নায়ুর প্রান্তদ্বার উন্মুক্ত, আর এগুলোর মাধ্যমে একজন নারী যৌনমিলনের সময় যৌনসুখ অনুভব করতে পারেন। কোনোভাবে এটি উত্তেজিত হলে কিছু মহিলা এটা উপভোগ করতে পারেন। [[যৌন উত্তেজনা|যৌন উত্তেজনার]] সময়, বিশেষ করে [[ভগাঙ্কুর]] বা উত্তেজিত হলে যোনির দেয়াল নিজে থেকেই পিচ্ছিল হতে শুরু করে। এর ফলে যৌনমিলনের সময় সৃষ্ট ঘর্ষণ হ্রাস পায়। গবেষণায় দেখা গেছে ক্লাইটোরিসের অংশ যোনি এবং
উত্তেজিত হলে যোনিপথের দৈর্ঘ্য গড়ে প্রায় ৮.৫ সে.মি. (৪ ইঞ্চি) বৃদ্ধি পায়, কিন্তু এই বৃদ্ধি প্রবিষ্ট [[শিশ্ন|শিশ্নের]] চাপের ওপর ভিত্তি করে আরো বাড়তে পারে।<ref>{{cite web | url = http://www.thesite.org/sexandrelationships/havingsex/performanceproblems/doessizematter | work = [[TheSite.org]] | title = Does size matter | accessdate = 2006-08-12 }}</ref> যখন একজন মহিলা পুরোপুরি উত্তেজিত হন তখন সারভিক্স পেছনের দিকে গুটিয়ে যাওয়ায় [[যোনিগহ্বর]] দৈর্ঘ্য-প্রস্থে পূর্বের চেয়ে প্রায় দুই-তৃতীয়াংশ বৃদ্ধি পায়।<ref>{{cite web | url = http://www.askmen.com/love/dzimmer/17_love_answers.html | work = AskMen.com | title = do big penises hurt? | accessdate = 2006-08-14 }}</ref> যোনির ভেতরের দেয়ালের আবরণ [[মিউকাস]] ঝিল্লির নরম ও নমনীয় ভাঁজ বিশিষ্ট। প্রবিষ্ট শিশ্নের আকার অনুযায়ী এটি প্রসারিত বা সংকুচিত হতে পারে।
=== জি-স্পট ===
{{main|জি-স্পট}}
এটি যোনির একটি [[কামোত্তেজোক]] অংশ। যোনির ভেতর অংশে (শুরুর অংশ থেকে প্রায় পাঁচ সেন্টিমিটার ভিতরে) এর অবস্থান। কিছু মহিলা যৌনমিলনের সময় তীব্র [[যৌনসুখ]] অনুভব করেন যদি [[জি-স্পট]] ভালোভাবে উত্তেজিত হয়। সম্ভবত জি-স্পট [[অর্গাজম|রাগমোচন]] (শীর্ষসুখ) [[নারীর বীর্যপাত|নারীর বীর্যপাতের]] কারণ। বেশ কিছু প্রখ্যাত ডাক্তার ও গবেষক মনে করেন জি-স্পটের যৌনসুখটা আসলে আসে [[স্কিনি গ্রন্থি|স্কিনি গ্রন্থির]] মাধ্যমে। এই গ্রন্থিটি যোনির ভেতরের অন্য কোনো অংশের তুলনায় পুরুষের [[প্রোস্টেট|প্রোস্টেটের]] সাথে বেশি সাদৃশ্যপূর্ণ।<ref>{{cite book |last=Crooks |first=R |coauthors=Baur, K |title=Our Sexuality |origyear=1999 |publisher= Brooks/Cole |location=California}}</ref><ref>{{cite journal | author = Jannini E, Simonelli C, Lenzi A | title = Sexological approach to ejaculatory dysfunction. | journal = Int J Androl | volume = 25 | issue = 6 | pages = 317–23 | year = 2002 | pmid = 12406363 | doi = 10.1046/j.1365-2605.2002.00371.x}}</ref><ref>{{cite journal | author = Jannini E, Simonelli C, Lenzi A | title = Disorders of ejaculation. | journal = J Endocrinol Invest | volume = 25 | issue = 11 | pages = 1006–19 | year = 2002 | pmid = 12553564}}</ref> অবশ্য কিছু গবেষক জি-স্পট থাকার ব্যাপারটাই স্বীকার করেন না।<ref>name=Hines> {{cite journal |author=Hines T |year=2001 |month=August |title=The G-Spot: A modern gynecologic myth |journal=Am J Obstet Gynecol |volume=185 |issue=2 |pages=359–62 | doi=10.1067/mob.2001.115995 |pmid=11518892}}</ref>
=== শিশু প্রসব ===
শিশু প্রসবের সময় মাতৃদেহের [[জরায়ু]] থেকে বাইরের পৃথিবীর স্বাধীন জীবনে আসার জন্য যোনি রাস্তা হিসেবে কাজ করে। [[শিশু]] জন্মদানের সময় যোনিকে [[প্রসব]] নালীকা (birth canal) বলা হয়। এসময় যোনির ব্যাস তার স্বাভাবিক অবস্থা থেকে উল্লেখযোগ্যভাবে বেশ কয়েকগুণ বৃদ্ধি পায় এবং আরো বেশি নমনীয় হয়ে ওঠে।
== যৌনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা ==
|