কাঠঠোকরা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
Juboraj (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
 
[[চিত্র:Picoides-villosus-001.jpg|right|thumb|লোমশ কাঠঠোকরা]]
এদের সচরাচর বাগানে দেখা যায় -গাছের গায়ে নখ আটকিয়ে ঠোঁট দিয়ে ঠোকর মারে ।এদের মাথায় ঝুঁটি ,লম্বা ঠোঁট আর ধারালো নখ থাকে ।এরা গাছের গুঁড়িতে গর্ত করে বাসা বাঁধে ।গাছের গায়ে নখ আটকিয়ে ঠোকর মারে আর তাই বুঝি এদের নাম হয়েছে কাঠঠোকরা
 
আমাদের দেশে ২ধরনের কাঠঠোকরা দেখা যায় কিন্তু সমস্ত ভারত বর্ষে ৫৬ প্রজাতির কাঠঠোকরা আছে।
এদের গাঁ সাদা কালো পালকে ঢাকা মাথায় লাল ঝুটিওয়ালা কাঠঠোকরার আমাদের নজরে পড়ে, ঠোট লম্বাটে ও নখে ধার থাকে। ভাল করে লক্ষ্য করলে দেখা যায় মাথার পালকগুলি হলদে ও পেটের কয়েকটি জায়গায় লাল পালক। লাল ঝুটিঁ শুধু পুরুষ কাঠঠোকরাদেরই থাকে। এছাড়া আর যে কাঠঠোঁকরা দেখা যায় সেগুলো খয়েরী রঙের।
গাছের শুকনো পচা ডালপালার ভিতরে যে খাবার থাকে তাই এদের প্রধান খাবার।কাঠঠোকরার জিহবা বেশ লম্বা এবং সুচের মত ধারাল আর থাকে আঠা জরানো যাতে সহজে পোকা মাকর ধরা যায়। এরা গাছের গুড়িতে বাসা তৈরী করে তাতে ধবধবে সাদা ডিম দেয়।
এর ইংরেজী নাম Woodpecker আর দ্বীপদী নাম Dinopium benghalense
 
{{অসম্পূর্ণ}}