রাইসুল ইসলাম আসাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rabbanituhin (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৪ নং লাইন:
'''রাইসুল ইসলাম আসাদ''' একজন বিখ্যাত [[বাংলাদেশ|বাংলাদেশী]] অভিনেতা যিনি মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর অভিনীত চলচ্চিত্র প্রশংসিত হয়েছে।[[গৌতম ঘোষ]] এবং [[তানভীর মোকাম্মেল|তানভীর মোকাম্মেলের]] মতো পরিচালকের সাথে তিনি কাজ করেছেন।১৯৭১ সালের [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[মুক্তিযুদ্ধ|মুক্তিযুদ্ধে]] তিনি সক্রিয়ভাবে অংশ নেন ।
==অভিনয় জীবন==
১৯৭২ সালে রাইসুল ইসলাম আসাদ প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন। আমি রাজা হব না এবং সর্পবিষয়ক গল্প নামের ২টি নাটক যার মাঝে বিরতি ছিল। তাঁর প্রথম চলচ্চিত্র ১৯৭৩ সালে মুক্তি পাওয়া আবার তোরা মানুষ হ। <ref name="asadk">{{cite web|url=http://www.prothom-alo.com/detail/date/2010-01-16/news/35153
|title= সময়ের তারকাঃ রাইসুল ইসলাম আসাদ
|last= |first= |date= ১৬-০১-২০১০ |work=দৈনিক প্রথম আলো|accessdate=২০শে ফ্রেব্রুয়ারি,২০১১ }}</ref>রাইসুল ইসলাম আসাদ নাটক পরিচালনাও করছেন।২০১০ সালে তিনি ধারাবাহিক নাটক আলো ছায়া পরিচালনা করেন যার রচয়িতা ছিলেন আজাদ আবুল কালাম।<ref>http://www.sonarbangladesh.com/newsdetails.php?ID=1688</ref> [[তানভীর মোকাম্মেল|তানভীর মোকাম্মেলের]] [[লালন]] ছবিতে তিনি লালনের চরিত্রে এবং [[গৌতম ঘোষ|গৌতম ঘোষের]] মনের মানুষ ছবিতে লালনের গুরু সিরাজ সাঁই চরিত্রে অভিনয় করেছেন।[[মানিক বন্দ্যোপাধ্যায়|মানিক বন্দ্যোপাধায়ের]] উপন্যাস অবলম্বনে [[গৌতম ঘোষ|গৌতম ঘোষের]] চলচ্চিত্র পদ্মা নদীর মাঝিতে তিনি মূল কুবের চরিত্রে অভিনয় করেন।<ref name="asaduu">{{cite web|url=http://www.prothom-alo.com/detail/date/2011-02-20/news/126180
|title= ক থো প ক থ নঃদুটি ছবিতে কাজের অভিজ্ঞতা দুই রকম
|last= |first= |date= ২৫-০১-২০১১ |work=দৈনিক প্রথমআলো|accessdate=২০শে ফ্রেব্রুয়ারি,২০১১}}</ref>
==মুক্তিযুদ্ধ==
১৯৭১ সালে রাইসুল ইসলাম আসাদ [[ঢাকা]]তে গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন। যুদ্ধ থেকে পাওয়া না পাওয়ার আক্ষেপ নিয়ে তিনি বলেনঃ ‘না, আমার কখনও আক্ষেপ হয় না। এই যে আপনি এ আক্ষেপ করার ভাবনাটা একটি স্বাধীন দেশে বসে করতে পারছেন—এটাই তো অনেক বড় পাওয়া। সবার আগে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে?’<ref>{{cite web|url=http://www.amardeshonline.com/pages/details/2011/02/06/66802
|title= আমার আমিতে রাইসুল ইসলাম আসাদ |last= |first= |date= ৬ই ফ্রেব্রুয়ারি,২০১১ |work=দৈনিক আমার দেশ|accessdate=২০শে ফ্রেব্রুয়ারি,২০১১ }}</ref ><ref>http://people.priyo.com/story/745</ref>
মানুষের মুক্তির জন্য; ক্ষুধা, দৈন্য, দুঃখ আর পরাধীনতা থেকে মুক্তির জন্য তিনি [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[মুক্তিযুদ্ধ|মুক্তিযুদ্ধে]] অংশ নিয়েছিলেন।তিনি মনে করেন যাঁরা শহীদ হয়েছেন, তাঁরা বোধহয় বেঁচে গিয়েছেন, নিজেরা যা দেখছেন তা তো আর তাঁদের দেখতে হয়নি।<ref name="asadk"/>
 
==উল্লেখযোগ্য নাটক==