আলাপ:বঙ্গাব্দ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
উত্তম সিংহ (আলোচনা | অবদান)
Ragib (আলোচনা | অবদান)
৪ নং লাইন:
ভারতে প্রতি বছরের পহেলা বৈশাখ ১৫ এপ্রিলই হয়, এমনটা কোন নিয়ম নেই। ওনারা পঞ্জিকা দেখে ঠিক করেন। বছয় দুয়েক আগে ওরা ওকবার ১৪ তারিখে করেছে। [[বিশেষ:Contributions/203.188.254.154|203.188.254.154]] ১৭:২৪, ২ মে ২০০৮ (UTC)
:ঈদের দিন যেভাবে চাঁদ দেখে নির্ধারণ করা হয়, ঠিক সেভাবেই বাংলা তারিখ নির্ধারণ করা হয় সূর্যের অবস্থানের উপর। ঈদের দিন যেভাবে কোনও ইংরেজী তারিখের সাথে নিদিষ্ট করে বেধে দেয়া যায় না বাংলা তারিখও তাই। তবে আধুনিক বিজ্ঞানের কল্যানে আগে থেকে সুর্যের অবস্থান জানা সম্ভব। সূর্য বিভিন্ন রাশিতে প্রবেশেই নির্ধারিত হয় একেকটি মাস। যেমন- ১৩ এপ্রিল রাত ১২টার মধ্যে যদি সূর্য মেষ রাশিতে অর্থাৎ ০ ডিগ্রিতে আসে তাহলে ১৪ই এপ্রিল ১লা বৈশাখ নতুবা ১৫ই এপ্রিল নতুন বর্ষ শুরু হবে। অনেক পূর্বে মার্চ মাসে ১লা বৈশাখ হত। ভবিষ্যতে ১৬ এপ্রিল ১লা বৈশাখ আসবে, যেমন- ১৪৬৬ বঙ্গাব্দ (২০৫৯ খ্রী:), ১৬ এপ্রিল প্রথম বারের মত ১লা বৈশাখ হবে। তাই বাংলা পঞ্জিকা হয়ত গায়ের/ক্ষমতার জোরে পরিবর্তন করানো যাবে, কিন্তু সাধারণ মানুষকে তা পালনে বা ধর্মীয় অনুষ্ঠান ঐ তারিখে অনুষ্ঠিত করতে বাধ্য করা যাবে না। দয়া করে বাংলা পঞ্জিকাকে তার সূত্র অনুসারে এবং তার নিজস্ব গতিতে চলতে দিন। আমি সবার সুবিধার্থে [http://usingha.com/?page_id=13 ২০০০ বৎসরের বাংলা পঞ্জিকা] গননা করেছি, দয়া করে দেখুন। -ধন্যবাদ[[User:উত্তম সিংহ|উত্তম সিংহ]] ([[User talk:উত্তম সিংহ|আলাপ]])
 
::উত্তম ভাই, এখানে যেটা গুরুত্বপূর্ণ, তা হলো প্রমিত ক্যালেন্ডার। বাংলাদেশে সরকারী পর্যায়ে এবং সর্বত্র বাংলা একাডেমীর ক্যালেন্ডার ব্যবহার করা হয়। সাধারণ মানুষ এখন তাই ব্যবহার করে থাকে। কেবল ধর্মীয় কিছু অনুষ্ঠানের জন্য পুরাতন পঞ্জিকা ব্যবহার করা হয়। এখানে আবেগের চেয়ে ফ্যাক্টই মূখ্য। --[[User:Ragib|রাগিব]] <sup>([[User talk:Ragib|আলাপ]] | [[Special:Contributions/Ragib|অবদান]])</sup> ০৪:১৯, ৯ জুন ২০১১ (ইউটিসি)
 
== বঙ্গাব্দ এবং ধর্মীয় পর্বাদি ==
"বঙ্গাব্দ" পাতায় ফেরত যান।