অ
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
(ফোর্ট উইলিয়াম, কলকাতা, replaced: ফোর্ট উইলিয়াম → ফোর্ট উইলিয়াম using AWB) |
অ (বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?) |
||
|name= [[ফোর্ট উইলিয়াম, কলকাতা|ফোর্ট উইলিয়াম]]
|location= [[কলকাতা]], [[ভারত]]
|image= [[
|caption= [[ফোর্ট উইলিয়াম, কলকাতা|ফোর্ট উইলিয়াম]], a view from the inside, c. 1828
|type= দুর্গ, সেনানিবাস ও সুরক্ষিত সামরিক সদর
}}
[[
[[
'''ফোর্ট উইলিয়ম''' [[কলকাতা]] শহরে অবস্থিত একটি দুর্গো। প্রাচ্যে [[ব্রিটিশরাজ|ব্রিটিশরাজের]] সামরিক শক্তির সবচেয়ে বড় নিদর্শন। অদ্যাবধি পূর্বভারতে ভারতীয় সৈন্যবাহিনীর দুর্গ হিসেবে এটি ব্যবহূত হয়। বাস্তবে দুটি ফোর্ট উইলিয়ম ছিল: একটি পুরাতন, অন্যটি নতুন। পুরানো দুর্গটি [[ইস্ট ইন্ডিয়া কোম্পানি|ইস্ট ইন্ডিয়া কোম্পানির]] সূচনাকালের সৃষ্টি। দুর্গপ্রাচীরের দক্ষিণ-পূর্বাংশ এবং তৎসংলগ্ন দেয়ালের নির্মাণকাজ শুরু করেন স্যার [[চার্লস আইয়ার]]। তাঁর উত্তরসূরি [[জন বিয়ার্ড]] [[১৭০১]] সালে উত্তর-পূর্বাংশের দুর্গপ্রাচীর সংযোজন করেন। [[১৭০২]] সালে তিনি দুর্গের মধ্যভাগে ‘ফ্যাক্টরি’ ( [[বাণিজ্যকুঠি]] ) বা ‘[[গভর্নমেন্ট হাউস]]’ নির্মাণ শুরু করেন এবং [[১৭০৬]] সালে তা সম্পন্ন হয়। অতঃপর ইংল্যান্ডের রাজার সম্মানে দুর্গটির নামকরণ করা হয় '''ফোর্ট উইলিয়ম'''।
== ইতিহাস ==
বর্তমানে যেখানে [[জেনারেল পোস্ট অফিস]], [[ইস্টার্ন রেলওয়ে অফিস]], [[কাস্টম হাউস]] এবং নিকটবর্তী সরকারি অফিসসমূহ গড়ে উঠেছে, সেখানেই ছিল দুর্গের প্রকৃত অবস্থান। কোম্পানির নিরাপত্তা বিধানের জন্য দুর্গটি তৈরি হলেও শুরু থেকেই এর কাঠামোটি ছিল ত্রুটিপূর্ণ। [[১৭১৩]] সালে [[ইস্ট ইন্ডিয়া কোম্পানির]] [[কোর্ট অব ডাইরেক্টর্স]] এই মন্তব্য করেন যে, ভবনসমূহের সুউচ্চ শৃঙ্গের কারণে নদীতীর থেকে দুর্গটিকে জমকাল দেখালেও প্রকৃত অর্থে এটি শক্তিশালী নয়। [[১৭৫৬]] সালে ফোর্ট উইলিয়মের গভর্নর [[রজার ড্রেক]] যখন নওয়াব [[সিরাজউদ্দৌলা]] কে কলকাতা আক্রমণে প্ররোচিত করেন, তখনই দুর্গের কার্যকারিতার পরীক্ষা হয়ে যায়। নওয়াব কলকাতা দখল করে দুর্গে প্রবেশ করেন এবং [[১৭৫৬]] সালের [[১৯ জুন]] গভর্নর ড্রেক এবং তাঁর সৈন্য-সামন্তকে দুর্গ ত্যাগে বাধ্য করেন। এখান থেকেই পুরাতন ফোর্ট-এর ধ্বংসের শুরু। পলাশী-উত্তর যুগে [[ইস্ট ইন্ডিয়া কোম্পানি]] বাংলার রাজনীতিতে ভাগ্য নিয়ন্তারূপে আবির্ভূত হয়।
দুর্গের নির্মাণ কাজ যখন সম্পূর্ণ হয়, তখন পূর্বভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বোচ্চ রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে নবনির্মিত ফোর্ট উইলিয়ম সক্রিয় দুর্গের ভূমিকা পালন করতে পারেনি। বস্তুতপক্ষে, ফোর্ট উইলিয়ম কখনও অবরোধের মুখোমুখি হয়নি; ফোর্ট উইলিয়মের প্রাচীরশীর্ষ থেকে কোন কামান বা বন্ধুক শত্রুর উদ্দেশে গোলাবর্ষণ করে নি। ভারতবর্ষে ইংরেজ শাসনের গুরুগম্ভীর দর্শনীয় নিদর্শন হিসেবেই ফোর্ট উইলিয়মের অস্তিত্ব ছিল।
== কাঠামো ==
== বহিঃসংযোগ ==
* [http://www.catchcal.com/kaleidoscope/places_to_visit/fort_william.asp Fort William on catchcal.com]
* [http://rajbhavankolkata.gov.in/html/governors03.htm Governor Generals of Fort William (1774-1834)]
* [http://rajbhavankolkata.gov.in/html/governors04.htm Governors of the presidency of Fort William in West Bengal and Governor Generals of India (1834-1854)]
== আরও দেখুন ==
* [[[[ফোর্ট উইলিয়াম, কলকাতা|ফোর্ট উইলিয়াম]] কলেজ]]
{{india-struct-stub}}
[[
[[
[[
[[
[[
[[en:Fort William (India)]]
|