পুনরায়নীকরণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
r2.7.1) (রোবট যোগ করছে: no:Reionisering
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
১ নং লাইন:
[[Imageচিত্র:reion diagram.jpg|thumb|275px|মহাবিশ্বের ইতিহাসের ছবি। এখানে ইতিহাসে পুনরায়নীকরণের অবস্থান দেখান হয়েছে]]
'''পুনরায়নীকরণ''' ([[ইংরেজি ভাষায়]]: Reionization) বলতে এমন এক প্রক্রিয়া বোঝায় যার মাধ্যমে [[অন্ধকার যুগ (বিশ্বতত্ত্ব)|অন্ধকার যুগের]] পর মহাবিশ্বের বস্তুগুলো আয়নীত হয়েছিল। পুনরায় আয়নীকরণ বলার কারণ, প্রথমবারের মত যখন বস্তুকণা তৈরি হয়েছিল তখন সেগুলো আয়নীত অবস্থায়ই ছিল। মহা বিস্ফোরণের ৪০০,০০০ বছর পর সেই আয়নীত কণাগুলো মিলিত হয়ে নিরপেক্ষ হাইড্রোজেন পরমাণু গঠিত হয়। সে সময় [[মহাজাগতিক অণুতরঙ্গ পটভূমি বিকিরণ]] বিচ্ছুরিত হয় এবং অন্ধকার যুগের সূচনা ঘটে। পুনরায়ীকরণের মাধ্যমেই আবার অন্ধকার যুগ শেষ হয়। অন্ধকার যুগ বলার কারণ এই যুগে দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যের তড়িচ্চুম্বকীয় বিকিরণ নিঃসরণ করার মত কোন উৎস ছিল না। প্রথম দিককার [[তারা]], [[কোয়েজার]], [[কৃষ্ণ বিবর]], [[গামা রশ্মি বিস্ফোরণ]] এবং [[অতিনবতারা]] গঠনের মাধ্যমেই আসলে আয়নীকরণ প্রক্রিয়ার সূচনা হয়েছিল।
 
== পুনরায়নীকরণের ইতিহাস ==
মহা বিস্ফোরণ ঘটার মাত্র তিন সেকেন্ডের মাথায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রিনো, তাদের প্রতিকণা এবং ফোটন তৈরি হয়। তাপমাত্র অনেক বেশি থাকায় সে সময় বিচ্ছিন্ন ইলেকট্রন ও প্রোটন মিলে পরমাণু গঠন করতে পারছিল না। সময়ের সাথে সাথে মহাবিশ্ব প্রসারিত হতে থাকে এবং এর তাপমাত্রাও কমতে থাকে। মহা বিস্ফোরণের ৪০০,০০০ বছর পর (যার লাল সরণ, z=১১০০) তাপমাত্রা ৩০০০ কেলভিনে নেমে আসে। এই তাপমাত্রায় প্রোটন এবং ইলেকট্রন মিলে পরমাণু গঠন করে, যাকে [[পুনর্মিলন]] নামে ডাকা হয়। এ সময় কণা এবং বিকিরণের [[যুগলায়ন]] (coupling) ভেঙে যায় এবং বিকিরণ মুক্ত হয়ে সমগ্র মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। কারণ মহাবিশ্ব সে সময় অনচ্ছ থেকে সম্পূর্ণ স্বচ্ছ হয়ে গিয়েছিল। এর মাধ্যমে অন্ধকার যুগের সূচনা ঘটে। এই যুগে মহাবিশ্ব ছিল স্বচ্ছ। কারণ অনচ্ছ করার জন্য কণা-বিকিরণ যুগলায়নের প্রয়োজন পড়ে। পরমাণুর মধ্যস্থিত ইলেকট্রন কোন নির্দিষ্ট শক্তিস্তর থেকে উপরের শক্তিস্তরে যাওয়ার জন্য শক্তি শোষণ করে, পরে যখন সে আবার পূর্বের শক্তিস্তরে ফিরে আসা তখন শোষিত শক্তিটি তড়িচ্চুম্বকীয় বিকিরণ হিসেবে নিসৃত হয়। এর মাধ্যমেই মহাবিশ্বে অনচ্ছতা তৈরি হয়। সম্পূর্ণ নিরপেক্ষ পরমাণুর মধ্যকার ইলেকট্রনকে এভাবে আয়নীত করার মত কোন শক্তি সে সময় ছিল না বিধায় মহাবিশ্ব স্বচ্ছ থাকে। উল্লেখ্য, পুনর্মিলনের আগে কণা-প্রতিকণার অবিরাম সৃষ্টি ও [[পুনর্বিলয়|পুনর্বিলয়ের]] মাধ্যমে যে কণা-বিকিরণ যুগলায়ন ঘটছিল তার মাধ্যমেই অনচ্ছতার সৃষ্টি হয়েছিল।
 
১১ নং লাইন:
পুনরায়নীকরণ কোন আকস্মিক প্রক্রিয়া নয়। হঠাৎ শুরু হয়ে আবার হঠাৎ শেষ হয়ে যায়নি। পালিয়ে আসা বিকিরণের মাধ্যমে আন্তঃছায়াপথীয় মাধ্যমে আয়নিত হাইড্রোজেন বুদবুদের সৃষ্টি হচ্ছিল। এগুলোকে পদার্থবিজ্ঞানের ভাষায় [[এইচ ২ অঞ্চল|H II অঞ্চল]] নামে ডাকা হয়। এই বুদবুদগুলো ধীরে ধীরে প্রসারিত হতে থাকে। একসময় এক বুদবুদের সাথে অন্য বুদবুদের উপরিপাতন ঘটে। এভাবে পুরো আন্তঃছায়াপথীয় মাধ্যমই আয়নিত হাইড্রোজেনের বুদবুদে ছেয়ে যায়। আয়নিত থাকা অবস্থায় হাইড্রোজেন তথা মুক্ত ইলেকট্রন ও প্রোটন ফোটন শোষণ বা নিঃসরণ করতে পারে না। কিন্তু তাদের সাথে লেগে সে সময় [[ফোটন]] বিক্ষিপ্ত হতে পারে। কিন্তু আয়নিত তথা [[প্লাজমা অবস্থা|প্লাজমা অবস্থার]] ঘনত্ব অনেক কম থাকায় সে বিক্ষেপণও ছিল বেশ বিরল, ঘন ঘন ঘটে না আর কি। তাই যে মহাবিশ্বে কম ঘনত্বের আয়নিত হাইড্রোজেন বিদ্যমান সেটি তুলনামূলকভাবে [[ট্রান্সলুসেন্স|ট্রান্সলুসেন্ট]] হবে। মহাবিশ্ব বর্তমানে এই অবস্থায়ই আছে।
 
== আরও দেখুন ==
* [[মহা বিস্ফোরণ]]
* [[কোয়েজার]]
* [[হাইড্রোজেন শ্রেণী]] (২১ সেমি শ্রেণী)
 
== তথ্যসূত্র ==
{{reflist|2}}
 
== বহিঃসংযোগ ==
* [http://access.ncsa.uiuc.edu/CoverStories/StarLight/starhome.html End of the Dark Ages]
* [http://www.lofar.org/science/urd100/Epoch_of_Reionization.html Epoch of Reionization (LOFAR)]
২৫ নং লাইন:
{{Big Bang timeline}}
 
[[Categoryবিষয়শ্রেণী:মহাকাশের প্লাজমা]]
[[Categoryবিষয়শ্রেণী:জ্যোতিঃপদার্থবিজ্ঞান]]
[[Categoryবিষয়শ্রেণী:ভৌত বিশ্বতত্ত্ব]]
[[Categoryবিষয়শ্রেণী:পুনরায়নীকরণ]]
 
[[de:Reionisierungsepoche]]