দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাপঞ্জি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: আক্রমন > আক্রমণ
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
১ নং লাইন:
{{TOCright}}
== ১৯৩৯ ==
=== সেপ্টেম্বর ===
: '''০১ :''' সকাল ৪:৩০ মিনিটে [[নাজি জার্মানি|জার্মান বাহিনী]] পোল্যান্ডের কয়েকটি স্থাপনায় আঘাত হানতে শুরু করে। এর মাধ্যমেই [[পোল্যান্ড আক্রমণ (সেপ্টেম্বর)]] এর সূচনা হয়। [[যুক্তরাজ্য]] এবং [[ফ্রান্স]] জার্মানির দ্রুত অপসারণ দাবী করে।
:: যুক্তরাজ্য তার [[যুক্তরাজ্য স্বরাষ্ট্র সীমান্ত (দ্বিতীয় বিশ্বযুদ্ধ)|স্বরাষ্ট্র সীমান্ত]] (Home front) খুলে দেয় এবং [[বৃটিশ সেনাবাহিনী|বৃটিশ সেনা-সমাবেশের]] ঘোষণা দেয়। একই সাথে তারা জর্মান সেনাবাহিনীকে অপসারণের পরিকল্পনা হাতে নেয়।
১৫ নং লাইন:
: '''২৮:''' পোল্যান্ডের রাজধানী [[ওয়ারস]] জার্মানির কাছে আত্মসমর্পণ করে।
 
=== অক্টোবর ===
: '''০৫:''' সোভিয়েত ইউনিয়ন [[ফিনল্যান্ড]] এর সাথে দুদেশের সীমান্ত নির্ধারণ প্রসঙ্গে আলোচনা শুরু করে।
: '''০৬:''' জার্মানদের পোল্যান্ড আক্রমণের সময় পোলিশরা যে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল তার সমাপ্তি ঘটে। ফিনল্যান্ড সৈন্য-সমাবেশ শুরু করে।
২৪ নং লাইন:
: '''১৯:''' পোল্যান্ডের একাংশ আনুষ্ঠানিকভাবে জার্মানির অন্তর্ভুক্ত হয়। পোল্যান্ডের [[লুবলিন|লুবলিনে]] প্রথম ইহুদী [[গেটো]] (শহরের ইহুদী অঞ্চল) প্রতিষ্ঠিত হয়।
 
=== নভেম্বর ===
: '''০৪:''' [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] নিরপেক্ষতা নীতি পাশ হয়। সামরিক সরঞ্জাম বিক্রির জন্য যে '''ক্যাশ এন্ড ক্যারি''' সনদ অনুমোদিত হয়েছিল তা বৃটেন এবং ফ্রান্সের জন্য লাভজনক বিবেচিত হয়।
: '''০৮:''' একটি ভাষণ দেয়ার সময় বোমার আঘাতে হিটলারকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়। এটি [[ভেনলো ঘটনা]] হিসেবে খ্যাত। এতে দুইজন বৃটিশ গোয়েন্দা কর্মকর্তা আটক হয়। জার্মানরা [[হ্যান্স ফ্রাঙ্ক|হ্যান্স ফ্রাঙ্ককে]] পোল্যান্ডের গভর্ণর নিয়োগ করে এবং ইহুদী বিরোধী কার্যক্রম ত্বরান্বিত করার আদেশ দেয়।
: '''১৭:''' [[প্যারিস|প্যারিসে]] '''চেকোশ্লোভাক জাতীয় কমিটি''' গঠিত হয়।
: '''৩০:''' সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করে এবং এরই আধ্যমে [[শীতকালীন যুদ্ধ|শীতকালীন যুদ্ধ]] ([[রুশো ফিনিশ যুদ্ধ]]) সূত্রপাত হয়।
 
=== ডিসেম্বর ===
: '''০৭:''' [[ইতালি]] পুনরায় তার নিরপেক্ষতা ঘোষণা করে।
: '''১৩:''' বৃটিশ নৌবহর জার্মানির যুদ্ধজাহাজ [[এডমিরাল গ্রাফ স্পি]] আক্রমণ করে এবং [[রিভির প্লেট যুদ্ধ]] শুরু হয়।
৩৯ নং লাইন:
: '''২৮:''' বৃটেনে রেশন হিসেবে মাংস বিতরণ কার্যক্রম শুরু করে।
 
== ১৯৪০ ==
=== জানুয়ারি ===
: '''০১:''' বৃটেনে ২০ থেকে ২৭ বছর বয়ষী সকল পুরুষের উপর যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক করা হয়।
: '''০৪:''' [[হারম্যান গোরিং|হারম্যান গোরিংকে]] জার্মান যুদ্ধ শিল্পসমূহের প্রধান দায়িত্ব দেয়া হয়।
৫৩ নং লাইন:
: '''১৪:''' [[জাপান|জাপানের]] প্রধানমন্ত্রী [[অ্যাবে নোবুইয়ুকি]] এবং তার মন্ত্রীপরিষদ পদত্যাগ করে। এডমিরাল [[মিতসুমাসা ইওনাই]] নতুন প্রধানমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন।
 
=== ফেব্রুয়ারি ===
: '''০১:''' জাপানী [[ডায়েট]] (সংসদ) জাপানের ইতিহাসে সবচেয়ে ব্যয়ববহুল [[বাজেট]] ঘোষণা করে যার মোট ব্যয়ের প্রায় অর্ধেকই ছিল সামরিক খাতে।
: '''০৫:''' বৃটেন এবং ফ্রান্স লৌহ খনিজ রপ্তানি বন্ধ করার উদ্দেশ্যে [[নরওয়ে|নরওয়ের]] বিষয়ে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। কারণ জার্মানরা এই বাণিজ্যে যুক্ত ছিল এবং এই বাণিজ্য বন্ধের মাধ্যমে তারা ফিনল্যান্ডকে সহযোগিতা করার একটি রাস্তা খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখেছিল। [[মার্চ ২০|মার্চের ২০]] তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হয়।
৬৪ নং লাইন:
: '''২৪:''' পশ্চিমা দেশসমূহ দখলের জন্য পরিকল্পিত আর্ডেনেস পরিকল্পনা গৃহীত হয়।
 
=== মার্চ ===
: '''০১:''' সোভিয়েত সেনাদল [[ফিনল্যান্ড|ফিনল্যান্ডের]] দ্বিতীয় বৃহত্তম শহর [[ভাইপুরি|বাইপুরিতে]] (Viipuri) আক্রমণ শুরু করে।
: '''০৫:''' ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নকে বলে যে যুদ্ধ শেষ করার জন্য তারা সোভিয়েত ইউনিয়নের সব শর্ত মেনে নেবে।
৭৫ নং লাইন:
: '''৩০:''' [[জাপান]] [[নানকিং]]-এ [[ওয়াং জিংওয়েই]]-এর নেতৃত্বে একটি পুতুল সরকার কায়েম করে।
 
=== এপ্রিল ===
: '''০১:''' হিটলার [[নরওয়ে]] এবং [[ডেনমার্ক]] দখলের জন্য অভিযান শুরু করে।
: '''০৩:''' [[উইনস্টন চার্চিল]] বৃটেনের [[মিনিস্টারিয়াল ডিফেন্স কমিটি|মিনিস্টারিয়াল ডিফেন্স কমিটির]] চেয়ারম্যান নিযুক্ত হন। এর আগে পূর্বতন চেয়ারম্যান [[লর্ড চ্যাটফিল্ড]] পদত্যাগ করেন।
৮৬ নং লাইন:
: '''৩০:''' নরওয়ে থেকে বৃটেন এবং ফ্রান্সের সম্মিলিত বাহিনীর সৈন্য অপসারণ শুরু হয়।
 
=== মে ===
[[Imageচিত্র:1940FranceBlitz.jpg|thumb|right|350px|The German [[Blitzkrieg]] offensive of mid-May, 1940.]]
: '''০৫:''' লন্ডনে নির্বাসনে থাকা অবস্থায় [[নরওয়ে|নরওয়ের]] সরকার গঠিত হয়।
: '''০৯:''' ব্রিটেনে সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে নাম লিখানোর বয়সসীয়মা ৩৬ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়।
১০০ নং লাইন:
: '''২৮:''' বেলজিয়াম আত্মসমর্পণ করে। জার্মানরা নারভিক ত্যাগ করতে শুরু করে।
 
== বহিঃসংযোগ ==
:[http://www.worldwar-2.net/timelines/timelines-index.htm দ্বিতীয় বিশ্বযুদ্ধের তারিখ]
:[http://www.mtholyoke.edu/acad/intrel/ww2.htm দ্বিতীয় বিশ্বযুদ্ধের দলিলপত্র]
 
== নিবন্ধতালিকা ==
{{দ্বিতীয় বিশ্বযুদ্ধ}}
 
[[Categoryবিষয়শ্রেণী:ঘটনাপঞ্জি]]
[[Categoryবিষয়শ্রেণী:দ্বিতীয় বিশ্বযুদ্ধ]]
 
[[en:Timeline of World War II]]