দূরদর্শন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Pravata (আলোচনা | অবদান)
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
১ নং লাইন:
[[Imageচিত্র:Newdelhi90zu.jpg|right|250px|thumb|দূরদর্শনের প্রধান কার্যালয়, পার্লামেন্ট স্ট্রিট, [[নয়াদিল্লি]]]]
'''দূরদর্শন''' [[ভারত|ভারতের]] একমাত্র সরকারি টেলিভিশন সংস্থা। এটি ভারতীয় সম্প্রচার নিগম [[প্রসার ভারতী|প্রসার ভারতীর]] অধীনস্থ একটি সংস্থা। [[১৯৫৯]] খ্রিস্টাব্দে রাজধানী [[নয়াদিল্লি|নয়াদিল্লিতে]] প্রতিষ্ঠিত হয় প্রথম দূরদর্শন কেন্দ্র। সেখান থেকে [[নয়াদিল্লি|দিল্লি]]স্থিত টাওয়ারের মাত্র কয়েক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে খুব স্বল্প সময়ের জন্য আরম্ভ হয় প্রথম সম্প্রচার। বর্তমানে স্টুডিও এবং ট্রান্সমিটারের পরিকাঠামোর নিরিখে দূরদর্শন বিশ্বের অন্যতম বৃহৎ সম্প্রচার সংস্থা।
 
৭ নং লাইন:
 
== রাষ্ট্রীয় প্রসারণ ==
[[১৯৮২]] সালে দূরদর্শন জাতীয়স্তরের টেলিভিশন চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করে এবং সেই বছরেই ভারতের বাজারে প্রথম রঙিন টেলিভিশন বিক্রীত হয়। [[১৯৮২]] সালের [[১৫ আগস্ট|১৫ অগস্ট]] '''স্বাধীনতা দিবস''' উপলক্ষে [[ভারত|ভারতের]] তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি [[ইন্দিরা গান্ধী|ইন্দিরা গাঁধীর]] জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণ প্রথমবার সরাসরি সম্প্রচারিত হয় দূরদর্শনের পর্দায়। এরপরে [[১৯৮২]] সালেই [[দিল্লি]]তে অনুষ্ঠিত [[এশিয়ান গেমস]]ও সরাসরি সম্প্রচার করে দূরদর্শন। সেই সময় দূরদর্শনই ছিল [[ভারত|ভারতের]] একমাত্র টেলিভিশন মাধ্যম। তৎকালে অর্থাৎ বিংশ শতাব্দীর আশির দশকে দূরদর্শনে প্রচারিত কিছু উল্লেখযোগ্য ধারাবাহিক হল; '''হম লোগ''' ([[১৯৮৪]]), '''বুনিয়াদ''' ([[১৯৮৬]]-[[১৯৮৭|৮৭]]), এবং হাস্যরসাত্মক অনুষ্ঠান '''য়ে জো হ্যায় জ়িন্দেগি''' ([[১৯৮৪]])। সর্বপ্রথম প্রচারিত ধারাবাহিক '''হম লোগ''' এবং পৌরাণিক ও মহাকাব্যভিত্তিক ধারাবাহিক '''[[রামায়ণ]]''' এবং '''[[মহাভারত]]''' জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেছিল ও সেই সময়ের ভারতীয় দর্শকদের অমোঘ আকর্ষণে টেলিভিশনের পর্দার সামনে বেঁধে রাখতে সক্ষম হয়েছিল। বর্তমানে দূরদর্শনের প্রায় ৪৬টি কেন্দ্র এবং ১৪০০ '''টেরেস্ট্রিয়াল ট্রান্সমিটারের''' সাহায্যে নব্বই শতাংশ ভারতীয় দূরদর্শনের অনুষ্ঠান দেশের যেকোন প্রান্ত থেকে দেখতে পান।
 
== চ্যানেলসমূহ ==
৬০ নং লাইন:
* [http://www.ddinews.gov.in/ দূরদর্শন সংবাদের ওয়েবসাইট]
 
[[Categoryবিষয়শ্রেণী:ভারতের গণমাধ্যম]]
 
 
[[Category:ভারতের গণমাধ্যম]]
 
[[de:Durdarshan]]