দুর্গামোহন দাশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: কারণ, আচরণ, দক্ষিণ, খ্রিস্টাব্দ, প্রাইমারি, পরিমাণ, আরবি, ফরাসি, ফার্সি, গ্রিক
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
১ নং লাইন:
'''দুর্গামোহন দাশ''' (জন্ম: নভেম্বর [[১৮৪১]] - ডিসেম্বর [[১৮৯৭]]) ([[ইংরেজি]]: Durgamohan Das) একজন সমাজ সংস্কারক এবং ঊনবিংশ শতকের বাংলার নবজাগরণের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ।
 
== প্রথম জীবন ও পরিবার ==
দুর্গামোহন দাশের আদি নিবাস বর্তমান [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[ঢাকা|ঢাকার]] তেলিরবাগ । তাঁর বাবার নাম কাশীশ্বর দাশ । তাঁর বাবার কর্মস্থল [[বরিশাল|বরিশালে]] চোদ্দ বছর বয়েসে প্রদর্শনী বৃত্তিলাভ করে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়া আরম্ভ করেন । [[১৮৬১]] খ্রিস্টাব্দে আইনের প্রথম পরীক্ষা ''লাইসেন্সিয়েট অফ ল'' উত্তীর্ণ হয়ে তিনি কলকাতা সদর আদালতে আইনজীবী হিসাবে কাজ আরম্ভ করেন । [[১৮৬৩]] খ্রিস্টাব্দে বরিশালে গিয়ে সরকারী উকিল হন । ১৮৭০ খ্রীষ্টাব্দে কলকাতায় এসে ওকালতি আরম্ভ করে ক্রমে প্রতিষ্ঠা পান । তাঁর পুত্রদের মধ্যে এস.আর. দাশ এবং বিচারপতি জ্যোতিষরঞ্জন দাশের নাম উল্লেখযোগ্য । [[অবলা বসু]] এবং [[সরলা রায়]] তাঁর দুই কন্যা । বিখ্যাত বিজ্ঞানী [[জগদীশচন্দ্র বসু]] এবং দার্শনিক [[প্রসন্নকুমার রায়]] তাঁর দুই জামাতা । দেশবন্ধু [[চিত্তরঞ্জন দাশ]] তাঁর ভ্রাতুষ্পুত্র । <ref name=ss>সংসদ বাঙালি চরিতাভিধান - প্রথম খণ্ড - সাহিত্য সংসদ ISBN 81-85626-65-0</ref>
 
== সমাজসেবা ==
১২৭১ বঙ্গাব্দে তাঁর প্রচেষ্টাতে বরিশালে দুটি কায়স্থ বালবিধবার আবার বিবাহ হয় । পূর্ববঙ্গে এই প্রচেষ্টা ছিল প্রথম । এর জন্য তাঁকে বহু সামাজিক এবং আর্থিক পীড়ন সহ্য করতে হয় । পরে তাঁর চেষ্টায় বরিশালে আরো কয়েকজন বিধবার বিবাহ হয় । বাবার মৃত্যুর পর তিনি অল্পবয়স্কা বিধবা সৎমার আবার বিবাহ দিয়েছিলেন । নিজে বিপত্নীক হবার পর [[অতুলপ্রসাদ সেন|অতুলপ্রসাদ সেনের]] বিধবা মা কে বিবাহ করেন । [[১৮৭২]] খ্রিস্টাব্দে তিনি আইন তৈরি হলে এইরকম বিবাহের জন্য অন্যতম ভারপ্রাপ্ত কর্মচারী নিযুক্ত হন । <ref name=ss/>
 
কলকাতায় [[আনন্দমোহন বসু]], [[দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়]], [[শিবনাথ শাস্ত্রী]] প্রমুখদের সাথে স্ত্রীশিক্ষা এবং মেয়েদের উন্নতিবিধানে নানা কাজ করেন । উদ্ধারপ্রাপ্ত বালবিধবা এবং কুলীন মেয়েদের নিজের বাড়িতে আশ্রয় দিতেন । এই সমস্ত বালিকাদের শিক্ষার জন্য [[১৩ সেপ্টেম্বর]] [[১৮৭৩]] খ্রিস্টাব্দে [[হিন্দু মহিলা বিদ্যালয়]] এবং এটি বন্ধ হবার পর [[১ জুন]] [[১৮৭৬]] খ্রিস্টাব্দে [[বঙ্গ মহিলা বিদ্যালয়]] তাঁদের মিলিত চেষ্টায় স্থাপিত হয়েছিল । <ref name=ss/>
 
== ব্রাহ্ম ধর্ম ==
প্রধানত তাঁর প্রচেষ্টায় ও অর্থসাহায্য বরিশাল ব্রাহ্মমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল । কলকাতায় নব্য ব্রাহ্মদের একটি ছোট দলের তিনি নেতা ছিলেন । তিনি [[সাধারণ ব্রাহ্মসমাজ]] প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন । <ref name=ss/>
 
== রাজনীতি ==
[[১৮৭৬]] খ্রিস্টাব্দে তিনি [[কলকাতা পৌরসভা|কলকাতা পৌরসভার]] সদস্য হন । ভারতসভার তিনি অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন । <ref name=ss/>
 
== তথ্যসূত্র ==
<references/>