গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
BellayetBot (আলোচনা | অবদান)
Typo fixing, replaced: অন্তর্ভূক্ত → অন্তর্ভুক্ত using AWB
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
৭ নং লাইন:
গানটি ''রবিচ্ছায়া'' ও ''পূজা ও প্রার্থনা'' সঙ্গীত সংকলনে সংকলিত হয়। [[গীতবিতান]] তৃতীয় খণ্ডের অন্তর্ভুক্ত। দেশ রাগ ও ঝাঁপতালে নিবদ্ধ গান। [[দেবব্রত বিশ্বাস]] গানটির রেকর্ড করেছিলেন।
 
== রচনার ইতিহাস ==
[[দেবেন্দ্রনাথ ঠাকুর|মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের]] আত্মজীবনী থেকে জানা যায়, [[১৮৫৭]] সালে প্রথম অমৃতসরে এই গানটি শোনেন মহর্ষি। অনুমিত হয় [[১৮৭৩]] সালে উপনয়নের পর পিতার সঙ্গে অমৃতসর ভ্রমণকালে রবীন্দ্রনাথ স্বর্ণমন্দিরে এই শুনে বঙ্গানুবাদ করে থাকবেন। <ref>গানের পিছনে রবীন্দ্রনাথ, সমীর সেনগুপ্ত, প্যাপিরাস, ২০০৮, পৃ. ২৭</ref> ১৮৭৫ সালে [[জোড়াসাঁকো ঠাকুরবাড়ি|জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে]] মাঘোৎসব কালে এই গানটি প্রথম সর্বসমক্ষে গীত হয়েছিল। সেই হিসাবে এই গানটিই রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত গান। গানটি প্রথম কে গেয়েছিলেন তার কোনও তথ্য সেই সময় তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়নি।
 
যদিও এই গানটি রবীন্দ্রনাথ না দেবেন্দ্রনাথের রচনা তা নিয়ে মতানৈক্য আছে। তবে গবেষকদের অনুমান, গানটিতে দেবেন্দ্রনাথ সুরারোপ করলেও গানটি রবীন্দ্রনাথ কর্তৃকই অনূদিত হয়েছিল।<ref>গানের পিছনে রবীন্দ্রনাথ, সমীর সেনগুপ্ত, প্যাপিরাস, ২০০৮, পৃ. ২৭</ref>
 
== তথ্যসূত্র ==
* ''গীতবিতান'' (তৃতীয় খণ্ড), রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলকাতা, পৌষ ১৩৮১ সংস্করণ
* ''গীতবিতান আর্কাইভ'' (তথ্যভিত্তিক সংগীতসমৃদ্ধ সফটওয়্যার), সংকলন, সংগ্রহ ও বিন্যাস : ড. পূর্ণেন্দুবিকাশ সরকার, ডিভিডি রম, সংখ্যা ডি ৪২০০১, সারেগামা ইন্ডিয়া লিমিটেড, ২০০৫
* ''গানের পিছনে রবীন্দ্রনাথ'', সমীর সেনগুপ্ত, প্যাপিরাস, ২০০৮
 
== পাদটীকা ==
<references/>