কামিনী রায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
r2.7.1) (রোবট যোগ করছে: ta:காமினி ராய்
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
১ নং লাইন:
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
 
[[Imageচিত্র:Kamini Roy.jpg|right|thumb|কামিনী রায়]]
'''কামিনী রায়''' (জন্ম [[অক্টোবর ১২]], [[১৮৬৪]]- মৃত্যু [[সেপ্টেম্বর ২৭]], [[১৯৩৩]]) একজন [[বাঙালি]] কবি, সমাজকর্মী, এবং নারীবাদী লেখিকা। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক।
 
== জীবনী ==
কামিনী রায়ের জন্ম পূর্ববঙ্গের বাকেরগঞ্জের বাসান্দা গ্রামে (বর্তমানে যা [[বরিশাল জেলা]]র অংশ)। [[১৮৮০]] খ্রীস্টাব্দে তিনি [[কলকাতা]] বেথুন স্কুল হতে এন্ট্রান্স (মাধ্যমিক) পরীক্ষা ও [[১৮৮৩]] খ্রীস্টাব্দে ফার্স্ট আর্টস (উচ্চ মাধ্যমিক সমমানের) পরীক্ষায় উত্তীর্ণ হন। [[বেথুন কলেজ]] হতে তিনি ১৮৮৬ খ্রীস্টাব্দে ভারতের প্রথম নারী হিসাবে সংস্কৃত ভাষায় স্নাতক ডিগ্রী লাভ করেন। এর পর তিনি বেথুন কলেজেই শিক্ষকতা শুরু করেন।
 
১১ নং লাইন:
যে যুগে মেয়েদের শিক্ষাও বিরল ঘটনা ছিল, সেই সময়ে কামিনী রায় নারীবাদে বিশ্বাসী ছিলেন। তাঁর অনেক প্রবন্ধে এর প্রতিফলন ঘটেছে। তিনি নারী শ্রম তদন্ত কমিশন (১৯২২-২৩) এর সদস্য ছিলেন। জীবনের শেষ ভাগে তিনি [[হাজারীবাগ|হাজারীবাগে]] বাস করেছেন। [[সেপ্টেম্বর ২৭]], [[১৯৩৩]] খ্রীস্টাব্দে তাঁর জীবনাবসান ঘটে।
 
== সাহিত্য ==
খুব কম বয়স থেকেই কামিনী রায় সাহিত্য রচনা করেছেন। মাত্র ৮ বছর বয়স থেকে তিনি কবিতা লিখতেন। তাঁর প্রথম কাব্য গ্রন্থ, ''আলো ও ছায়া'' প্রকাশিত হয় ১৮৮৯ খ্রীস্টাব্দে। তাঁর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ''মহাশ্বেতা'', ''পুন্ডরীক'', ''দ্বীপ ও ধূপ'' (১৯২৯), ''পৌরানিকী'' (১৯০১), ''জীবন পথে'', ''নির্মাল্য'', ''মাল্য ও নির্মাল্য'' (১৯২০), ও ''অশোক সঙ্গীত'' (১৯০৭), তিনি শিশুদের জন্য ''গুঞ্জন'' নামের বই, ও প্রবন্ধ গ্রন্থ ''বালিকা শিক্ষার আদর্শ'' রচনা করেন।
 
১৮ নং লাইন:
[[১৯০৯]] খ্রীস্টাব্দে কামিনী রায়ের স্বামীর মৃত্যু ঘটেছিল। সেই শোক ও দুঃখ তাঁর ব্যক্তিগত জীবনে ব্যাপক প্রভাব ফেলে, যা তাঁর কবিতায় প্রকাশ পায়। তিনি [[রবীন্দ্রনাথ ঠাকুর]] ও [[সংস্কৃত]] সাহিত্য দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাঁর স্মরণে [[কলকাতা বিশ্ববিদ্যালয়]] ''[[জগত্তারিনী পুরস্কার]]'' প্রবর্তন করেছে।
 
== তথ্যসূত্র ==
* [http://banglapedia.search.com.bd/HT/R_0242.HTM জীবনী], বাংলাপিডিয়া।
* বাঙ্গালা সাহিত্যের কথা - শ্রী [[সুকুমার সেন]] - সপ্তম সংস্করণ
{{বাংলার নবজাগরণ}}