আহা!: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hemayetfaridpur (আলোচনা | অবদান)
Aha!.jpg
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
২৬ নং লাইন:
'''আহা!''' [[২০০৭]] সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র <ref>[http://www.dubaifilmfest.com/en/movies/cinema-of-asia/aha.html ৫ম দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আহা!]</ref>। ছবিটির চিত্রনাট্য রচয়িতা, গীতিকার ও পরিচালক [[এনামুল করিম নির্ঝর]]। এটি তার প্রথম ছবি পরিচালিত ছবি। [[বাংলালিংক]] নিবেদিত এই ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিঃ। ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন [[হুমায়ুন ফরীদি]], [[তারিক আনাম খান]], ফজলুর রহমান বাবু, শহিদুল ইসলাম সাচ্চু, সাথী ইয়াসমিন, ফেরদৌস (অতিথি শিল্পী), প্রজ্ঞা লাবনী, খালেদ খান, গাজী রাকায়েতসহ আরও অনেকে। 'আহা!' ছবিটি পরিচালনা করে শ্রেষ্ঠত্বের সীকৃতি সরুপ পরিচালক [[এনামুল করিম নির্ঝর]] '''জাতীয় চলচ্চিত্র পুরস্কার''' এ শ্রেষ্ঠ পরিচালক [[২০০৭]] লাভ করেন। এবং এটা সহ ছবিটি মোট চারটি বিভাগে পুরস্কার লাভ করে।
 
== কাহিনী সংক্ষেপ ==
প্রায় একশ বছরের পুরনো বাপ-দাদার বাস করেন অর্ন্তমূখী মল্লিক সাহেব ([[তারিক আনাম খান]])। পুরনো [[ঢাকা]]র ঘনবসতিপূর্ণ এলাকায় তার বাডির আশেপাশে রিয়েল এস্টেট কোম্পানী ছ'তলা, সাততলা বিল্ডিং বানায়। মল্লিক সাহেবকে তারা নানা প্রলোভনে এই বাড়ি ভেঙ্গে এপার্টমেন্ট কমপ্লেক্স বানাতে বলে। তিনি দ্বীধা-দুশ্চিন্তায় সিদ্ধান্ত নিতে পারেন না। এমন সময়ে হঠাৎ তার একমাত্র মেয়ে রুবা আমেরিকায় স্বামীর হাতে নির্যাতিত হয়ে ছয় বছরের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ীতে ফেরত চলে আসে। দেশে ফিরে রুবা এঘর ওঘর ঘুরে বেড়ায়। স্মৃতিমাখা জানালায় চোখ রেখে আকাশ দেখার চেষ্টা করে। চোখে পড়ে নতুন গজিয়ে ওঠা বিল্ডিং আর সারি সারি বারান্দা। বর্ষায় একদিন জানালার সামনে দাঁড়িয়ে হঠাৎ পাশের বারান্দায় আবিস্কার করে এক লাল বস্ত্রখন্ড। আসলে সেটা কি? পরপর সাতদিন সাত রঙের আন্ডারওয়্যার ঝুলতে দেখে তার যেমন কৌতুহল বাড়ে, তেমনি মনের জমিতে অদ্ভুত এক কৌতুক তৈরী হয়। আগুন্তক সোলেমানের (ফজলুর রহমান বাবু) আবির্ভাব ঘটে, সে খুনের অনুশোচনায় মল্লিক সাহেবের কাছে আশ্রয় চায় শুদ্ধ হবার আশায়। দারোয়ান হিসেবে কাজ পাবার পর সে নানা কারনে এলাকার ছেলেদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। আর এদিকে জীবের সুন্দরতম অনুভুতির ছোঁয়া পেয়েও হঠাৎ একদিন বাবার কাছে ধরা পড়ে যায় রুবা। শেষ পর্যন্ত একটা খুন প্রশ্নবোধক চিহ্ন হয়ে থমকে দাঁড়ায়।
 
৪০ নং লাইন:
* গাজী রাকায়েত -
 
== সম্মাননা ==
=== জাতীয় চলচ্চিত্র পুরস্কার ===
* '''বিজয়ী''' শ্রেষ্ঠ পরিচালকঃ [[এনামুল করিম নির্ঝর]] [[২০০৭]]
* '''বিজয়ী''' শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী নারীঃ ফাহমিদা নবী [[২০০৭]]
৪৭ নং লাইন:
* '''বিজয়ী''' শ্রেষ্ঠ সম্পাদকঃ অর্ঘ কমল মিত্র [[২০০৭]]
 
=== মেরিল-প্রথম আলো পুরস্কার ===
 
== আর্ন্তজাতিক সম্মননা ==
* '''মনোনয়নঃ''' ৫ম [[দুবাই]] আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব [[২০০৭]]
 
== সংগীত ==
'''আহা!''' ছবির সংগীত পরিচালনা করেছেন রেজাউল দেবজ্যোতি মিশ্র। সংগীত রচনা করেছেন ছবির পরিচালক [[এনামুল করিম নির্ঝর]]।
=== সাউন্ড ট্র্যাক ===
 
== বহিঃসংযোগ ==
* [http://www.ahathefilm.com/ সিনেমার অফিসিয়াল ওয়েবসাইট]
* {{imdb title|id=1081915|title=আহা!}} - এ
৬৪ নং লাইন:
{{Reflist|}}
{{DEFAULTSORT: আহা!}}
# সংখ্যায়িত তালিকা আইটেম
 
[[বিষয়শ্রেণী:২০০৭-এর চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী চলচ্চিত্র]]
[[বিষয়শ্রেণী:বাংলা ভাষার চলচ্চিত্র]]
# সংখ্যায়িত তালিকা আইটেম
'https://bn.wikipedia.org/wiki/আহা!' থেকে আনীত