অক্টোবর ২০০৬: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Movses-bot (আলোচনা | অবদান)
r2.6.5) (রোবট পরিবর্তন করছে: ar:ملحق:أكتوبر 2006
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
১ নং লাইন:
==[[অক্টোবর ২৯]], [[২০০৬]]==
* বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছের হোসেন।
 
== [[অক্টোবর ২৮]], [[২০০৬]] ==
* বাংলাদেশের বিচারপতি কে. এম. হাসানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগের বিরোধীতা করে প্রধান বিরোধীদল আওয়ামী লীগ আন্দোলনের ডাক দেয়। একে কেন্দ্র করে সারাদেশে সহিংসতা ছড়িয়ে পরে। ঢাকার পল্টন, বঙ্গবন্ধু এভিনিউ রণক্ষেত্রে পরিনত হয়। বিরোধী দলীয় নেত্রী [[শেখ হাসিনা|শেখ হাসিনার]] ডাকে আওয়ামী লীগ কর্মিরা বৈঠা-লগি নিয়ে আন্দোলনে নেমে পড়ে। সারাদেশে সহিংসতায় প্রায় ১৮ জনের প্রানহানি হয় এবং কয়েকশ আহত হয়। এহেন পরিস্থিতিতে বিচারপতি [[কে.এম. হাসান]] তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে অপরাগতা করেন।
 
* বাংলাদেশে সহিংসতায় ঢাকার পল্টন ময়দানে ৫ জন নিহত হয়। এদের মধ্যে চারজনকে জামায়াত ইসলামী এবং শিবিরের কর্মী এবং অপর একজনকে ১৪ দলীয় জোটের অংশীদার ওয়ার্কার্স পার্টির কর্মী হিসেবে চিহ্নিত করা হয়।
 
== [[অক্টোবর ২৭]], [[২০০৬]] ==
* বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদের সমাপ্তি ঘটে।
== [[অক্টোবর ২৬]], [[২০০৬]] ==
* বাংলাদেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্ণেল [[অলি আহমেদ]] বিএনপি ত্যাগ করে সাবেক রাষ্ট্রপতি এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরীর সাথে লিবারেল ডেমোক্রাটিক পার্টি গঠন করেন।
 
== [[অক্টোবর ১৩]], [[২০০৬]] ==
* ডঃ [[মুহাম্মদ ইউনূস]] ও [[গ্রামীন ব্যাঙ্ক]] ২০০৬ সালে শান্তিতে [[নোবেল পুরস্কার]] লাভ করেন।
 
[[Categoryবিষয়শ্রেণী:অক্টোবর]]
[[Categoryবিষয়শ্রেণী:২০০৬]]
 
[[ar:ملحق:أكتوبر 2006]]