হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস - পার্ট ১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
Mahin Haque (আলোচনা | অবদান)
আপডেট
২৪ নং লাইন:
'''''হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ''''' ২০১০-১১ সালে মুক্তিপ্রাপ্ত দুই পর্বের [[এপিক চলচ্চিত্র|এপিক]] [[ফ্যান্টাসি চলচ্চিত্র]]। ছবিটি [[ডেভিড ইয়েটস]] পরিচালিত এবং [[জে কে রাওলিং]] রচিত [[হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ|একই নামের একটি উপন্যাস]] অবলম্বনে [[স্টিভ ক্লোভস]] কর্তৃক লিখিত। ছবিটি প্রযোজনা করেন রাওলিং এবং [[ডেভিড হেম্যান]] ও [[ডেভিড ব্যারন (প্রযোজক)|ডেভিড ব্যারন]]। এটি [[হ্যারি পটার (চলচ্চিত্র সিরিজ)|''হ্যারি পটার'' চলচ্চিত্র সিরিজের]] সপ্তম তথা শেষ পর্ব। ছবিটি দুটি পর্বে বিভক্ত। এই ছবিতে দেখা যায়, [[হ্যারি পটার (চরিত্র)|হ্যারি পটার]] [[লর্ড ভল্ডেমর্ট|লর্ড ভল্ডেমর্টের]] অমরত্বের গোপন রহস্য [[হরক্রাক্স|হরক্রাক্সগুলির]] অনুসন্ধান করছে। এই ছবিতে হ্যারি পটারের ভূমিকায় অভিনয় করেছেন [[ড্যানিয়েল র‌্যাডক্লিফ]]; তার দুই বন্ধু [[রন উইজলি]] ও [[হারমাইনি গ্রেঞ্জার|হারমাইনি গ্রেঞ্জারের]] চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে [[রুপার্ট গ্রিন্ট]] ও [[এমা ওয়াটসন]]। এছাড়াই এই ছবিতে অভিনয় করেছেন [[রালফ ফিনেস]], [[হেলেনা বনহ্যাম কার্টার]] ও [[অ্যালান রিকম্যান]]।
 
এর প্রথম পর্বটি মুক্তি পাবেপেয়েছে ১৯শে নভেম্বর ২০১০ এবং দ্বিতীয় পর্বটি মুক্তি পাবে ১৫ই জুলাই ২০১১।<ref name="comingsoon1">{{cite news|url=http://www.comingsoon.net/news/movienews.php?id=44442|title=Release Date Set for Harry Potter 7: Part I|publisher=Comingsoon.net|accessdate=24 May 2008|date=25 April 2008}}</ref><ref>{{cite news|url=http://www.comingsoon.net/news/movienews.php?id=53203 |title=WB Sets Lots of New Release Dates! |publisher=Comingsoon.net |accessdate=24 February 2009 |date=24 February 2009}}</ref>
 
এই চলচ্চিত্র দুইটির চিত্রনাট্য লিখেছেন [[হ্যারি পটার|স্টিভ ক্লোভস]] এবং পরিচালনা করেছেন [[হ্যারি পটার|ডেভিড ইয়েটস]]। এই চলচ্চিত্র দুইটির মাধ্যমেই শেষ হয়ে যাবে বহুল আলোচিত ও জনপ্রিয় [[হ্যারি পটার (চলচিত্র সিরিজ)|হ্যারি পটার সিরিজ]]।
৩১ নং লাইন:
''প্রধান নিবন্ধঃ'' ''[[হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস]]''
 
====পর্ব-১====
২৪শে ডিসেম্বর ২০০৯ ওয়ার্নার্স ব্রাদার্স ''হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোসঃ পর্ব-১'' এর একটি সংক্ষিপ্ত মূল কাহিনী প্রকাশ করে। এটি হলঃ
হ্যারি, রন ও হারমায়োনির সামনে এখন কেবলমাত্র একটা পথই খোলা, ভলডেমর্টের অমরত্বের চাবিকাঠি হরক্রাক্সগুলো খুঁজে বের করা ও ধ্বংস করা। ভলডেমর্টের উত্থান এবং ক্ষমতা দখল যদিও তাদের লক্ষ্যের একমাত্র প্রতিবন্ধক, তাদেরকে প্রতিনিয়ত মুখোমুখি হতে হবে নির্মম বাস্তবতার। তাদের দীর্ঘ অভিযানের প্রতিটি পদে পদেই আছে বিপদের হাতছানি, ডেথ ইটার, স্ন্যাচার এবং ইনফেরি।এসব প্রতিবন্ধকতা মোকাবেলা করেই তাদেরকে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। এই দীর্ঘ অভিযানে তাদের আরো মুখোমুখি হতে হবে রহস্যময় ডেথলি হ্যালোসের, যা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
====পর্ব-২====
[[হ্যারি পটার]] সিরিজের শেষ অধ্যায় শুরু হয় হ্যারি, রন ও হারমায়োনির হগওয়ার্টস ছেড়ে দেয়ার মাধ্যমে। তাদের সামনে এখন একটাই লক্ষ্য- ভোল্ডেমর্টের ক্ষমতা ও অমরত্বের রহস্য হরক্রাক্স গুলো খুঁজে বের করা এবং ধ্বংস করা।
একটি হরক্রাক্স ধ্বংস এবং ডেথলি হ্যালোসের তাৎপর্য আবিষ্কারের পর, হ্যারি, রন ও হারমায়োনি পুনরায় হরক্রাক্স খোঁজার কাজে নিজেদের নিয়োগ করে। এদিকে ভলডেমর্ট লাভ করেছে অসামান্য ক্ষমতাধর এবং শক্তিশালী এক জাদুদন্ড, দ্য এল্ডার ওয়ান্ড। জাদুবিশ্বের কেউই তার হাত থেকে নিরাপদ নয়। ভলডেমর্ট ক্ষমতা চূড়ান্তভাবে কুক্ষীগত করার উদ্দেশ্যে আক্রমণ চালায় হগওয়ার্টসে। আর অন্যদিকে হ্যারির নেতৃত্বে সংঘটিত হয় আলোর পথের জাদুকর, ডাইনী এবং অন্যান্য জাদুর প্রাণীরা। তাদের লক্ষ্য একটাই, জাদু এবং মাগলবিশ্বকে ভলডেমর্টের অশুভ ছায়া থেকে মুক্ত করা।
 
== অভিনয়ে ==