৩১৯টি
সম্পাদনা
(পরির্মাজনা এবং তথ্যসূত্র সংযোজন) |
(পরিবর্ধন) |
||
'''বায়োগ্যাস''' হলো পচনশীল জৈববস্তুসমূহ হতে তৈরি [[গ্যাস]]। সব প্রাণীরই মল হতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এ গ্যাস তৈরি করা যায়। পশুর গোবর ও অন্যান্য পচনশীল পদার্থ [[বাতাস|বাতাসের]] অনুপস্থিতিতে পঁচানোর ফলে যে গ্যাস তৈরি হয় তাই হচ্ছে বায়োগ্যাস। তবে গৃহপালিত বা বাণিজ্যিকভাবে পালিত পশুপাখি এবং মানব মল সহজলভ্য বলে এগুলোই বেশি ব্যবহার করা হয়। এজাতীয় গ্যাসে অধিকাংশ পরিমাণই থাকে [[মিথেন]] গ্যাস।<ref> {{cite web | url = http://www.adelaide.edu.au/biogas/basic/ | title = An Introduction to BIOGAS | accessdate = 2011-05-07}}</ref> বায়োগ্যাস উৎপাদনের পর অবশিষ্ট আবর্জনাটুকু উত্তম জৈব সার হিসেবে বেশ কার্যকরী।<ref> {{cite web | url = http://www.cd3wd.com/cd3wd_40/BIOGSHTM/EN/BASICS/SLUDGEFERT.HTML | title = Organic Fertilizer from Biogas Plants | accessdate = 2011-05-07}}</ref>
==বায়োগ্যাস
অক্সিজেনের অনুপস্থিতিতে কোন জৈব পদার্থকে পচানো হলে সেখান হতে বায়োগ্যাস উৎপাদিত হয়। এই প্রক্রিয়াকে [[এনারবিক ডাইজেশন]] (Anaerobic digestion) বলে। যার মাধ্যমে কিছু অণুজীব জৈব পদার্থকে ভেঙে মূলত মিথেন এবং কার্বন-ডাই অক্সাইড উৎপন্ন করে।<ref> {{cite web | url = http://www.adelaide.edu.au/biogas/basic/ | title = An Introduction to BIOGAS | accessdate = 2011-05-08}}</ref>
==বায়োগ্যাস তৈরির কাচামাল==
|
সম্পাদনা