কাজী নূরুজ্জামান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Royesoye (আলোচনা | অবদান)
নতুন পৃষ্ঠা: কর্নেল (অব.) কাজী নূরুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৭১ ...
 
Royesoye (আলোচনা | অবদান)
৭ নং লাইন:
==কর্মজীবন==
 
১৯৪৩ সালে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র থাকাবস্থায় তিনি বৃটিশরয়্যাল নৌবাহিনীতেইন্ডিয়ান নেভিতে যোগ দেন। ১৯৪৬পরে সালেরয়্যাল তাকেইন্ডিয়ান নৌবাহিনীআর্মিতে থেকেচাকরি সেনাবাহিনীতেস্থানান্তরিত নিয়েকরে আসারয়্যাল হয়।ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে যোগ দেন।
 
১৯৪৯ সালে ইংল্যান্ডে আর্টিলারি কোর্স করার জন্য নির্বাচিত হন এবং একই সালে তিনি পাকিস্তানের নওশেরায় আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে প্রশিক্ষক নিয়োজিত হন। ১৯৫০ সালে তিনি অফিসার ট্রেনিং স্কুলের ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগ পান। ১৯৫৬ সালে মেজর পদে পদোন্নতি পান এবং ১৯৫৮ সালে স্টাফ কলেজ সম্পন্ন করেন।
১৯৫৬ সালে তিনি মেজর হিসেবে পদোন্নতি পান। ১৯৬২ সালে সেনাবাহিনী থেকে বদলি হয়ে তিনি ইপিআইডিসিতে যোগদান করেন।
 
কিন্তু১৯৬২ কিছুদিনসালে পরতিনি প্রেষণে ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনে (ইপিআইডিসি) নিয়োজিত হন। ১৯৬৯ সালে পাকিস্তানি আমলাদের সাথে বনিবনা না হওয়ায় নুরুজ্জামান স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেন।
 
==সাংস্কৃতিক সক্রিয়তা==