বিপণন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ripchip Bot (আলোচনা | অবদান)
r2.7.1) (রোবট যোগ করছে: af, an, ar, az, be, be-x-old, bg, bs, ca, co, cs, cy, da, de, el, eo, es, et, eu, fa, fi, fr, ga, gl, gu, he, hi, hr, hu, hy, id, io, it, ja, ka, kk, kn, ko, lt, lv, mk, mn, ms, nl, no, pl, ps, pt, ro, ru
+
১ নং লাইন:
{{কাজ চলছে}}
'''বাজারজাতকরণ''' হলো [[পণ্য]] বা [[মূল্য|মূল্যের]] বিনিময়ে কোনো ব্যক্তি বা দলের [[প্রয়োজন]] ও [[অভাব]] পূরণ করার সামাজিক এবং ব্যবস্থাপকীয় কার্যক্রম।
 
১০ ⟶ ৯ নং লাইন:
 
==বাজারজাতকরণ অর্পণ==
বাজারজাতকরণ ১০টি বিষয় বা দশ ধরণের সত্তা বাজারজাত করে থাকে:
* '''পণ্য'''
বাজারজাতকরণ মূলত এবং প্রথামিকভাবে পণ্যই বাজারজাত করে থাকে। যেমন: টেলিভিশন, চকলেট, পেনসিল, উড়োজাহাজ ইত্যাদি।
* '''সেবা'''
অগ্রগামী বিশ্বে পণ্যের পাশাপাশি সেবাও বাজারজাত হচ্ছে। উদাহরণ: বিমান, সেলুন বা পার্লার, হিসাববিদ, প্রোগ্রামার ইত্যাদি।
* '''ঘটনা'''
বিভিন্ন সময়ানুগ ঘটনাও বাজারজাত হয়। যেমন: বাণিজ্য মেলা, ক্রিড়া অনুষ্ঠান বার্ষিকী ইত্যাদি।
* '''অভিজ্ঞতা'''
অনেক ফার্মই, কিংবা ব্যক্তি কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে দিতে একসময় অভিজ্ঞ হয়ে উঠলে তা বাজারজাত করে থাকেন। যেমন: ক্রিকেট খেলোয়াড়ের কাছে প্রশিক্ষণ, অভিজ্ঞ পর্বতারোহীর সাথে এভারেস্ট অভিযান ইত্যাদি।
* '''ব্যক্তি'''
তারকা ব্যক্তিত্বের বাজারজাতকরণ হয়ে থাকে, যেমন: ওপরাহ্‌ উইনফ্রে, টায়রা ব্যঙ্ক, ম্যাডোনা প্রমুখ নিজেরাই একেকজন ব্র্যান্ড।
* '''স্থান'''
* '''সম্পত্তি'''
* '''সংগঠন'''
* '''তথ্য'''
* '''ধারণা'''
 
==বাজারজাতকরণ মিশ্রণ==