রূপা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Movses-bot (আলোচনা | অবদান)
r2.6.2) (রোবট পরিবর্তন করছে: zh-min-nan:Gîn
Xqbot (আলোচনা | অবদান)
রোবট পরিবর্তন করছে: an:Archent; কসমেটিক পরিবর্তন
৬৬ নং লাইন:
'''রুপা''' একটি মৌলিক পদার্থ। এর পারমাণবিক সংখ্যা - ৪৭।
 
== নামকরণ ==
[[এশিরিয়া|এশিরীয়]] শব্দ "serpu" কিংবা [[গথ জাতি|গথ জাতির]] ভাষায় "silbur" থেকে সিলভার শব্দটি এসেছে যা রুপা বা রৌপ্যের ইংরেজি প্রতিশব্দ। সিলভারের বৈজ্ঞানিক নাম আর্জেন্টাম (argentum) শব্দটি [[লাতিন]] যা সম্ভবত সংস্কৃত শব্দ আর্জেন্টা থেকে এসেছে। সংস্কৃত ভাষায় আর্জেন্টা শব্দের অর্থ "আলোর মত সাদা"।
 
== আবিষ্কারের ইতিহাস ==
রুপার অস্তিত্ব সুপ্রাচীনকাল থেকেই মানুষের জানা ছিল। এমনকি প্রাচীনকালে [[সোনা|সোনার]] চেয়ে রুপা দামী ছিল। কারণ সোনা মূলত মুদ্রা ও অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু রুপা এগুলোতে ব্যবহৃত হওয়া ছাড়াও জলপাত্র তৈরীতে ব্যবহৃত হয়। প্রাচীন মিশরে [[সোনা]] ও রুপার মূল্যের অনুপাত ছিল ২.৫:১। রুপোর তৈরি পাত্র নিয়ে একটি অদ্ভুত গল্প রয়েছে। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে গ্রিক সেনাপতি [[আলেকজান্ডার]] [[পারস্য]] এবং [[ফিনিকিয়া]] অধিকার করে [[ভারতবর্ষ]] আক্রমণ করেন। এখানে এসে গ্রিক সৈন্যরা এক অদ্ভূত আন্ত্রিক রোগে আক্রান্ত হয় এবং বাড়ি ফিরে যাওয়ার জন্য জোর দাবী জানায়। এই রোগে সেনাপতিরা সৈন্যদের তুলনায় কম আক্রান্ত হয়েছিল, যদিও সেনাপতিরাও সৈন্যদের দুঃখ-কষ্টে সমান অংশ নিত। তখন এর কোন কারণ বোঝা না গেলেও ২,০০০ বছর পর এখন বিজ্ঞানীরা এর একটি ব্যাখ্যা খুঁজে পেয়েছেন। সৈন্যরা টিনের পাত্রে খাবার গ্রহণ করতো আর সেনাপতিরা রুপোর পাত্রে। বর্তমানে এটি আবিষ্কৃত হয়েছে যে রুপো পানিতে দ্রবীভূত হয়ে [[কোলয়েড|কোলয়েডীয়]] দ্রবণ উৎপন্ন করে যা ক্ষতিকর বীজাণু ধ্বংস করে। রুপোর দ্রাব্যতা পানিতে বেশ কম হলেও তা বীজাণুনাশক হিসেবে যথেষ্ট।
 
৭৮ নং লাইন:
{{রসায়ন-অসম্পূর্ণ}}
 
[[categoryবিষয়শ্রেণী:মৌলিক পদার্থ]]
 
[[af:Silwer]]
[[am:ብር (ብረታብረት)]]
[[an:Archent (elemento)]]
[[ar:فضة]]
[[arc:ܟܣܦܐ (ܣܐܡܐ)]]
'https://bn.wikipedia.org/wiki/রূপা' থেকে আনীত