সমষ্টি উন্নয়ন ব্লক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''সমষ্টি উন্নয়ন ব্লক''' বা '''কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক''' (সংক্ষেপে '''ব্লক''') [[ভারত|ভারতের]] গ্রামস্তরের স্থানীয় প্রশাসনিক বিভাগ। ব্লকের শাসনভার ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) হাতে ন্যস্ত থাকে।
সমষ্টি উন্নয়ন ব্লক [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] সর্বনিম্ন প্রশাসনিক একক। [[পশ্চিমবঙ্গের মহকুমা|মহকুমাগুলিকে]] ব্লকে বিভক্ত করা হয়। ব্লকের শাসনদায়িত্বে থাকেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও)।
 
১৯৫২ সালে গ্রামীণ শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও স্বাস্থ্যসচেতনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সমষ্টি উন্নয়ন কর্মসূচি ঘোষিত হয়। ১৯৫৬ সালে [[ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা|প্রথম পঞ্চবার্ষিকীর পরিকল্পনার]] শেষে ভারতে ২৪৮টি (জনসংখ্যার এক-পঞ্চমাংশ), ১৯৬১ সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে ৩০০০টি (জনসংখ্যার ৭০ শতাংশ) ও ১৯৬৪ সালে দেশের সর্বত্র সমষ্টি উন্নয়ন ব্লক গঠিত হয়।<ref>{{cite web|url =http://cdj.oxfordjournals.org/cgi/pdf_extract/11/2/95 |title = The Failure of the Community Development Programme in India |publisher = |accessdate = 2010-04-06 }}</ref>
 
পশ্চিমবঙ্গে বর্তমানে ৩৪১টি ব্লক রয়েছে।