পাঞ্চ কার্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পৃষ্ঠাকে 'পাঞ্চ কার্ড বা পাঞ্চড কার্ড বা আইবিএম ...' দিয়ে প্রতিস্থাপিত করা হল
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
পাঞ্চ কার্ড বা পাঞ্চড কার্ড বা আইবিএম কার্ড হল একপ্রকারের শক্ত কাগজের খন্ড যেটা ডিজিটাল তথ্য প্রকাশ করে এর উপরে তৈরী করা ছিদ্রের উপস্থিতি বা অনুপস্থিতির উপর। পাঞ্চ কার্ড গুলোর ব্যপক ব্যবহার লক্ষ্য করা যায় কাপড় শিল্পে উনবিংশ শতাব্দিতে। উনবিংশ শতাব্দির শেষের দিকে এবং বিংশ শতাব্দির শুরুর দিকে এর ব্যবহার পরিলক্ষিত হয় ফেয়ারগ্রাউন্ড ওরগান এ এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য ক্ষেত্রে। বিংশ শতাব্দিতে এগুলোর ব্যবহার হয় ইউনিট রেকর্ড যন্ত্রে ইনপুট হিসেবে ব্যবহারের জন্য, প্রক্রিয়াকরনের জন্য এবং তথ্য সংরক্ষনের জন্য। শুরুর দিকের কম্পিউটার গুলো এর ব্যবহার করত প্রোগ্রাম এবং তথ্য নিয়ন্ত্রনের জন্য। ভোটের মেশিনগুলোও একধরনের পাঞ্চকার্ড।
পাঞ্চ কার্ড বা পাঞ্চড কার্ড বা আইবিএম কার্ড হল একপ্রকারের শক্ত কাগজের খন্ড যেটা ডিজিটাল
 
== ইতিহাস ==
পাঞ্চকার্ড প্রথম ব্যবহৃত হয়েছিল ১৭২৫ এর কাছাকাছি কোন এক সময়ে (এর নির্দিষ্ট কোন তথ্যসূত্র নেই)। ফ্রান্সে এর ব্যবহার শুরু হয় টেক্সটাইল শিল্পে। পরবর্তীতে জোসেফ মেরি জেকার্ড এই প্রক্রিয়ার ব্যপক উন্নয়ন করেন যখন তিনি এটা তার জেকার্ড লুম এ ব্যবহার করেন ১৮০১ সালে।