মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
 
{{Infobox_University |
name = কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল |
১৯ ⟶ ১৭ নং লাইন:
}}
 
'''কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল''' [[কলকাতা|কলকাতায়]] অবস্থিত একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ১৮৩৫ সালে '''মেডিক্যাল কলেজ, বেঙ্গল''' নামে এটি প্রতিষ্ঠিত হয়। এটি [[এশিয়া|এশিয়ার]] প্রথম ইউরোপীয় মেডিসিন কলেজ।<ref>{{cite web |url= http://medicalcollegekolkata.org/heritage.html|title= Heritage|accessdate= 2007-11-20 |work= |publisher=Medical College and Hospital Kolkata}}</ref> এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল জাতি ও বর্ণ নির্বিশেষে দেশীয় যুবকদের আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় পারদর্শী করে তোলা। ১৮৩৫ সালের ২৮ জানুয়ারি এই মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার অব্যবহিত পরেই ওই বছর ২ ফেব্রুয়ারি [[মাদ্রাজ মেডিক্যাল কলেজ]] প্রতিষ্ঠিত হয়।
'''কলকাতা মেডিক্যাল কলেজ''' (১৮৩৫ সালে প্রতিষ্ঠিত) এশিয়ার প্রথম মেডিকেল কলেজ যেখানে ইউরোপীয় চিকিত্সাবিজ্ঞান শেখানো হয়। বর্তমানে এই কলেজে [[এম বি বি এস]] (MBBS) এবং অন্যান্য স্নাতকোত্তর ডিগ্রী পড়ানো হয়।
 
ব্রিটিশ ভারতে ইউরোপীয়দের স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে ইংরেজ [[ইস্ট ইন্ডিয়া কোম্পানি]] [[১৭৬৪]] সালেই ইন্ডিয়ান মেডিক্যাল সার্ভিস (আই.এম.এস) প্রতিষ্ঠা করে। বোম্বাই, কলকাতা ও মাদ্রাজের সামরিক ও বেসামরিক হাসপাতালগুলি আই.এম.এস অফিসারদের দ্বারাই পরিচালিত হতো। এরা কোম্পানির জাহাজে ও সেনাবাহিনীতেও কাজ করত। উপযোগবাদী দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন হাসপাতালের জন্য ঔষধ প্রস্তুতকারক, কম্পাউন্ডার ও ডেসার অর্থাৎ ক্ষতাদি পরিষ্পারক সরবরাহের প্রয়োজন থেকেই ভারতবর্ষে চিকিৎসা শিক্ষায় ইংরেজ সরকার জড়িয়ে পড়ে। এসব ঔষধ প্রস্তুতাকারক, কম্পাউন্ডার ও ডেসারদের কাজ ছিল ইউরোপীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত ইউরোপীয় ডাক্তার ও সার্জনদের সহায়তা প্রদান করা। তাছাড়া ইউরোপীয় ডাক্তার নিযুক্তিকে সীমিত করে কোম্পানির ব্যয়ের বোঝা লাঘব করাও ছিল এ সাহায্যকারীদের প্রশিক্ষিত করে তোলার উদ্দেশ্য।
এই কলেজ থেকে বর্তমানে সাড়ে পাঁচ বছরের শিক্ষাক্রমের শেষে [[ব্যাচেলরস অফ মেডিসিন অ্যান্ড সার্জারি]] (এমবিবিএস) ডিগ্রি দেওয়া হয়। এছাড়াও এমএস/এমডি বা পোস্ট ডক্টোরাল এমসিএইচ/ডিএম ডিগ্রিও দেওয়া হয়। ডাক্তারি শিক্ষার সঙ্গে সঙ্গে এখানে নার্সিং ও বিভিন্ন প্যারামেডিক্যাল শিক্ষাক্রমও চালু রয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শহরের অন্যতম বৃহৎ হাসপাতাল।
 
[[image:Mchbuilding.JPG|right|thumb|255px|The [[Medical College and Hospital Building|Medical College and Hospital building]]]]