এ দেশ তোমার আমার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
২৪ নং লাইন:
| imdb_id = 1620685
}}
'''এ দেশ তোমার আমার''' ১ [[জানুয়ারি]] [[১৯৫৯]] সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতাপূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানী একটি বাংলা ভাষার চলচ্চিত্র <ref>[http://www.amardeshonline.com/pages/weekly_news/2010/04/05/1507 কিংবদন্তি : ফার্স্ট লেডি সুমিতা দেবী] তথ্যসুত্রঃ দৈনিক আমার দেশ, ৫ এপ্রিল ২০১০, তথ্য সংগ্রহ, ২ই ফেব্রুয়ারীফেব্রুয়ারি ২০১১</ref>। ছবিটি পরিচালনা করেছেন [[এহতেশাম]]। ছবির প্রধান দুটি চরিত্র গুলোতে অভিনয় করেছেন [[আনিস]] ও [[সুমিতা]]। এছাড়াও বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন [[রহমান]], মাধুরী চ্যাটার্জী, [[সুভাস দত্ত]], দাগু বর্দ্ধন, স্বপ্না, সুলবান, মেজবাউদ্দিন, বাদশাহ্, গোপালদে, জহীর চৌধুরীসহ আরও অনেকে।
==কাহিনী সংক্ষেপ==
প্রলয়কারী বিশ্বমহাযুদ্ধ শেষ হয় ১৯৪৫ সালে। বিশ্বযুদ্ধ অবসানের সংঙ্গে সংঙ্গে পাক ভারত উপমহাদেশে শুরু হয় এক নতুন সংগ্রাম। সে সংগ্রাম পৃথিবীর সবচেয়ে পুরোনো সংগ্রাম- সে দাবী দেশের আজাদীর, মানুষের বেঁচে থাকবার। সে সংগ্রাম যখন দেশের প্রতি গ্রামে প্রতিটি গৃহে ছড়িয়ে পড়ে সেই ১৯৪৭ সালে এই গল্পের শুরু- পূর্বব বাংলার অসংখ্য গ্রামের মাঝে একটি গ্রাম কাপাশ তলিতে। সে গ্রামের পরোপকারী জমিদার বিপত্বীক খান বাহাদুর আব্দুল আজিজ আজ মৃত্যুশয্যায়। জমিদার মৃত্যুকালে জমিদারীসহ তার একমাত্র মেয়ে শাহানাকে তুলে দেন ছোট ভাইয়ের হাতে। শাহানাও তার বাবার মতো পরোপকারী। গ্রামের সংগ্রামী বীর সন্তান হারুন এর সাথে ভাললাগা থেকে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। ওরা দুজনে মিলে সব সময় যে কোন সংকটে গ্রাম ও গ্রামের মানুষের পাশে থাকতে চায়। বাঁধ ভেঙ্গে গ্রামে পানি প্রবেশ করতে থাকে, হারুন গ্রামের সবাইকে একত্রিত করে নতুন বাঁধ দিতে চইলে- শাহানার চাচা জমিদার ও তার খাস চামচা কানুলাল বিভিন্ন ষড়যন্ত্র করে বাঁধের কাজে বাধা দেয়। পরিশেষে সততা ও জনতার দুই শক্তি মিলিত হয়ে সব বাধা অতিক্রম করে নতুন বাঁধ দিয়ে গ্রামকে রক্ষা করে সবাই।