জামশেদজি ফ্রেমজি ম্যাডান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
GDibyendu (আলোচনা | অবদান)
BellayetBot (আলোচনা | অবদান)
→‎অধ্যবসায়: Typo fixing, replaced: ছোটখাট → ছোটোখাটো using AWB
২১ নং লাইন:
 
==অধ্যবসায়==
১৮৮২ সালে থিয়েটার কোম্পানীর কাজ ছেড়ে দিয়ে, ম্যাডান [[করাচী]] শহরে ছোটখাটছোটোখাটো ব্যবসায় লিপ্ত হন, আর তাতে সাফল্য অর্জন করেন। ১৮৮৩ সালে তিনি কলকাতায় চলে যান। সেখানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে নানান দ্রব্য জোগান দেওয়ার ব্যবসা করেন। এই ব্যবসায় সাফল্য পেয়ে তিনি কলকাতায় করিন্থিয়ান হল নামক এক থিয়েটার মঞ্চ কিনে ফেলেন। এছাড়া, যেখানে তাঁর কর্মজীবনের শুরু, সেই [[এলফিনস্টোন থিয়েটার কোম্পানী]]-ও তিনি কিনে নেন [[কুভার্জী নাজির]]-এর থেকে, যাঁকে ভারতীয় থিয়েটার জগতের অন্যতম প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়।<ref name=gramo/> করিন্থিয়ান হলের নতুন নামকরণ হয় [[করিন্থিয়ান থিয়েটার]], আর সেখানে তখনকার জনপ্রিয় [[পার্শী থিয়েটার]] মঞ্চস্থ হতে থাকে। এই থিয়েটার অনেক জাঁকজমকপূর্ণ হত আর এতে অভিনয় করতে আসতেন মহিলা অভিনেত্রীরাও, যা তখনকার দিনে বিরল দেখা যেত।
 
১৯০২ সালে, কলকাতার ময়দানে তাঁবু খাটিয়ে তিনি [[বায়োস্কোপ শো]] দেখানো শুরু করেন। একইসঙ্গে করিন্থিয়ান থিয়েটারেও একইরকম শো শুরু করেন। [[প্যারিস|প্যারিসের]] 'পাথে ফ্রেরেস' কোম্পানী থেকে আনা হয়েছিল এসব শোয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি। এইসব বায়োস্কোপ শোয়ে 'পাথে প্রোডাকশনস' কোম্পানীর নির্মিত ছবিই দেখানো হত।এইসব বায়োস্কোপ শোয়ের আয়োজন করা হয়েছিল এলফিনস্টোন বায়োস্কোপ কোম্পানীর নামে।<ref name=gramo/> এই কোম্পানীর তত্ত্বাবধানে অনেক স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি হয়।<ref>{{cite web | url = http://hungarian.imdb.com/company/co0117825/ | publisher = হাঙ্গারীয়ান [[ইন্টারনেট মুভি ডেটাবেস]] | title = এলফিনস্টোন বায়োস্কোপ কোম্পানী}}</ref> একই বছরে আলফ্রেড থিয়েটার কিনে সেখানেও ম্যাডান বায়োস্কোপ শো শুরু করেন।