বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rabbanituhin (আলোচনা | অবদান)
৯৫ নং লাইন:
আপনার [[শিক্ষা আন্দোলন]] নিবন্ধটি মুছে ফেলা হয়েছে কারণ এটি কপিরাইট ভঙ্গ করেছে। আপনি বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন অংশ হুবহু কপিপেস্ট করে দিয়েছেন, তা উইকিপিডিয়ায় গ্রহণযোগ্য নয়। এছাড়াও সোর্স থেকে তথ্য নিয়ে নিজের ভাষায় লিখতে হবে; "স্ব স্ব"-কে "নিজ নিজ"-এর মতো এক দুইটা শব্দ এদিকওদিকে করে লেখা গ্রহণযোগ্য নয়। আশা করি ব্যাপারটা বুঝবেন। আইনসঙ্গত কারণেই কপিরাইটের ব্যাপারে উইকিপিডিয়া বেশ কড়াকড়ি অবস্থানে থাকে। ‍‍‍— [[ব্যবহারকারী:Wikitanvir|তানভির]] • [[ব্যবহারকারী আলাপ:Wikitanvir|আলাপ]] • ১৫:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
: অনুগ্রহ করে মুছে ফেলা নতুন করে শুরু করার আগে যে কারণে মুছে ফেলা হয়েছিলো সেই কারণটি দূর করুন। আপনি পুনারায় নিবন্ধটি পোস্ট করেছেন, কিন্তু কপিরাইটকৃত অংশ তখনও নিবন্ধটিতে রয়ে গেছে। অনুগ্রহ করে খেয়াল রাখুন, কপিরাইটের ব্যাপারে উইকিপিডিয়া বেশ শক্ত অবস্থানে থাকে, এবং বারংবার কপিরাইট ভঙ্গকারীকে সম্পাদনায় বাধা প্রদান করা হয়। অনুগ্রহ করে আমার কথাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেবেন না। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। — [[ব্যবহারকারী:Wikitanvir|তানভির]] • [[ব্যবহারকারী আলাপ:Wikitanvir|আলাপ]] • ০৬:৪২, ২৪ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
:: প্রিয় তানভীর ভাই, আপনার আলাপের জন্য ধন্যবাদ।এখানে আসলে কপিরাইটকৃত অংশ ব্যাপারটা পরিষ্কার না। হুবুহু তুলে দেওয়াটা তো করা উচিত না কারো।যে ঘটনা আপনি নিজে দেখেন নাই, সেটার তথ্যসূত্র তো দেওয়া উচিত।নিজের ভাষায় লেখা মানে তো আমি আর ঘটনার তথ্যকে বিকৃত করতে পারব না।১৫ই ফেব্রুয়ারিকে ১৫ই ফেব্রুয়ারি লিখলে কি তাহলে কপি রাইট ভাঙ্গবে?তথ্য সবখানেই একই থাকার কথা ।কপিরাইটটা এভাবে আসার কথা না।আমি তো কপি পেস্ট করি নাই।খুবই দুর্বোধ্য মন্তব্য।তবে প্রশাসকের কর্মকান্ড সবার শিরোধার্য।ধন্যবাদ,প্রিয় তানভীর ভাই আপনার প্রশাসনার জন্য।[[User:Rabbanituhin|তুহিন]] ([[User talk:Rabbanituhin|আলাপ]]) ১০:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)
::: তুহিন ভাই, প্রথম কথা, প্রশাসকের কর্মকাণ্ড কখনোই কারও শিরোধার্য নয়। তিনি আপনার মতোই একজন ব্যবহারকারী। আলোচনায় বা সিদ্ধান্ত গ্রহণে বাড়তি সুযোগ/ক্ষমতা প্রশাসকের নেই। অনুগ্রহ করে আমার মুছে ফেলাটি তাই ব্যক্তিগতভাবে নিয়ে দুঃখ পাবেন না।
 
::: এখন আসি কপিরাইটের ব্যাপারে। তথ্য একই রকম রাখলে কপিরাইট ভঙ্গ হয় না। তবে এখানে কথা হচ্ছে তথ্যগুলো উপস্থাপনা নিয়ে। একটি সোর্সে যেভাবে উপস্থাপন করা হয়েছে, অপর একটি সোর্স যদি ঠিক সেভাবেই উপস্থাপন করে, এবং প্রথম সোর্সটি যদি কপিরাইটকৃত হয়, সেক্ষেত্রে দ্বিতীয় সোর্সের উপস্থাপনার কারণে প্রথম সোর্সের কপিরাইট ভঙ্গ হয়। বিষয়টি হয়তো একটু জটিল লাগছে শুনতে। তবে সহজ কথা হচ্ছে, কোনো সূত্র থেকে হুবহু লেখা তুলে দেওয়া যাবে না। শিক্ষা আন্দোলন নিবন্ধটির বিভিন্ন পরিচ্ছেদের লেখার বেশ কিছু অংশ মূল সোর্সপেজের সাথে হুবহু মিলে যায়। এজন্যই তা কপিরাইটের দোষ দুষ্ট হয়েছে। উদাহরণস্বরূপ এই নিবন্ধের হরতাল অংশের প্রায় পুরোটাই সোর্সপেজের সাথে হুবহু মিলে যায়। এ থেকে, পরিত্রাণ পেতে আপনি পুরো লেখাটি নতুন করে সাজিয়ে লিখতে পারেন। আশা করি বোঝাতে পারলাম।
 
::: আর পরিশেষে, আমার নামের বানানে '''ি-কার''' ব্যবহারের অনুরোধ, অর্থাৎ, '''তানভির''' (ঠিক যেমনটি আমার স্বাক্ষরে দেখছেন)। ‍‍‍‍‍:) — [[ব্যবহারকারী:Wikitanvir|তানভির]] • [[ব্যবহারকারী আলাপ:Wikitanvir|আলাপ]] • ১৩:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)