বার্কলি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: তৈরী > তৈরি
Nasirkhan (আলোচনা | অবদান)
বাংলা+
৩০ নং লাইন:
'''বার্কলে সফটওয়্যার ডিস্ট্রিবিউশন''' ('''বিএসডি''', '''বার্কলে উইনিক্স''' নামেও পরিচিত) একটি [[ইউনিক্স]] [[অপারেটিং সিস্টেম]]। বার্কলে-তে অবস্থিত [[ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়]] এর [[কম্পিউটার সিস্টেম রিসার্চ গ্রুপ]] এটির ডেভলপ ও বিতরনের কাজ করে [[১৯৭৭]] থেকে [[১৯৯৫]] সাল পর্যন্ত।
 
ঐতিহাসিকভাবে, বিএসডি ইউনিক্স এর একটি শাখা(বিএসডি-ইউনিক্স) হিসাবে বিবেচনা করা হয়। কারণ মূল [[AT&T]] ইউনিক্স অপারেটিং সিস্টেম এর প্রথমিক কোডবেজ এবং নকশার উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। আশির দশকে বিএসডি কম্পিউটার ওয়ার্কস্টেশন বিক্রতা প্রতিষ্ঠানগুলি মালিকানাধীন ইউনিক্স এর বিকল্প হিসাবে ব্যবহার শুরু করে; এমন কিছু প্রতিষ্ঠান হল [[Digital Equipment Corporation(DEC)]], [[ULTRIX]] এবং [[Sunসান Microsystemsমাইক্রোসিস্টেম]] [[SunOS]]। লাইসেন্স, বিশেষ কিছু বৈশিষ্টে এবং ব্যবহার পদ্ধতির সাদৃশ্যের কারণ সেই সময়ের অনেক স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান এটি ব্যবহার করতে শুরু করে।
 
নব্বই এর দশকে বিএসডি এর এই বানিজ্যিক সংস্করণটি ইউনিক্স(সিস্টেম ৫ রিলিজ ৪)এবং [[ওএসএফ/১]] এর ব্যবহাকারীদের এটির প্রতি আকৃষ্ট করছিল । যদিও এই দুটি অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করেই বিএসডি তৈরি করা হয়েছিল। পরবর্তীতে বিএসডি এর একটি মুক্ত সংস্করণ তৈরির প্রকল্প শুরু করা হয় যেটি এখনও চালু আছে।
৫০ নং লাইন:
 
== বিএসডি প্রযুক্তি ==
আধুনিক কম্পিউটিং এর অনেক প্রযুক্তির পথ প্রদর্শক '''বিএসডি'''। বার্কেলের উইনিক্সে সর্বপ্রথম [[ইন্টারনেট প্রটোকল]] স্ট্যাক: ''[[বার্কলে সকেট]]'' এর মাধ্যমে লাইব্রেরী তৈরি করে। উইনিক্স অপারেটিং সিস্টেমের ফাইল ডিসক্রপটরে এ ধরনের সকেট ব্যবহারের ফলে একই [[কম্পিউটার নেটওয়ার্ক|নেটওয়ার্কের]] অধিনে কম্পিউটারগুলি থেকে তথ্য আদান-প্রদান হার্ডডিস্ক থেকে আদান-প্রদানের মতই সহজ হয়ে গেল। AT&T ল্যাবরেটরি অবশেষে তাদের নিজেদের [[STREAMS]] লাইব্রেরী তৈরি করে, যেখানে একটি উন্নত আর্কিটেকচারের মাধ্যমে সফটওয়্যার স্ট্যাক এর প্রায় সব বৈশিষ্ট একত্রিত করা হয়। বিদ্যমান সকেট লাইব্রেরী বৃহত্তর পরিসরে বিতরনের সময়, এবং বার্কলে লাইব্রেরীর <tt>select</tt> ফাংশনটির সমতুল্য একটি ফাংশনের দুর্ভাগ্যজনক কিছু ত্রুই-বিচ্যুতির কারণে নতুন এই [[এপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস|এপিআই]] জনপ্রিয়তা অর্জনে ব্যার্থ হয়। [[Sunসান Microsystemsমাইক্রোসিস্টেম]] এর তৈরি করা [[সান অপারেটিং সিস্টেম]] এর মত জনপ্রিয় ইউনিক্স ওয়ার্কস্টেশনগুলি বিএসডি এর প্রথম দিকের ভার্সনগুলির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।
 
বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য বিএসডিকে পরীক্ষামূলক অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করে । এছাড়াও বিভিন্ন বানিজ্যিক ও মুক্ত সফটওয়্যার বা যন্ত্র,বিশেষ করে [[এমবেডেড ডিভাইস]] প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলি এটি বেশী ব্যবহার করে। এটির সোর্স কোড ও ডকুমেনটেশনগুলি (বিশেষত এটির সহায়িকাগুলি ইউনিক্সের তথ্যসূত্র হিসাবে ব্যবহার করা হয়) বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়।