বিনোদিনী দাসী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rabbanituhin (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Rabbanituhin (আলোচনা | অবদান)
২৯ নং লাইন:
তিনি বিভিন্ন চরিত্রে সফলতার সাথে অভিনয় করেন । যেমন [[মেঘনাদবধ কাব্য|মেঘনাদবধের]] সাতটি চরিত্রে বা [[দুর্গেশনন্দিনী|দুর্গেশনন্দিনীর]] দুটি ভিন্নমুখী চরিত্রে (আয়েষা ও তিলোত্তমা) । একই অভিনয় রজনীতে তিনি একাধিক নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে পারতেন ।
যেমন [[বিষবৃক্ষ|বিষবৃক্ষের]] [[কুন্দনন্দিনী]] এবং [[সধবার একাদশী|সধবার একাদশীর]] কাঞ্চন, চৈতন্যলীলার [[চৈতন্য]] এবং বিবাহ বিভ্রাটে বিলাসিনী
কারফরমা, বিল্বমঙ্গলে চিন্তামনি এবং [[বেল্লিক বাজার]] এ রঙ্গিনী ।<ref name="bino"/>{{ পুরুষ চরিত্রের অভিনয়েও তিনি প্রতিভার পরিচয় দেন । তাঁর
অভিনীত পুরুষ চরিত্রগুলির মধ্যে রয়েছে [[চৈতন্য]] [[প্রহ্লাদ]] প্রভৃতি ।
বিনোদিনী করুণরসাত্মক, ভক্তিরসাত্মক, গুরুভাবাপন্ন বা গভীর চরিত্রের রূপায়নে অনায়াস দক্ষ ছিলেন । তিনি হালকা এবং
হাস্যরসাত্মক চরিত্রায়নেও নিপুন ছিলেন । <ref name="binoq">বাংলা থিয়েটারের ইতিহাস -- দর্শন চৌধুরী -- পুস্তক বিপনী কলকাতা</ref>
 
==স্টার থিয়েটার==
১৮৮৩ সালের দিকে গিরিশ ঘোষ স্টার থিয়েটার গড়ে তুলেছিলেন।কারণ গ্রেট ন্যাশনাল থিয়েটারের মালিক ছিলেন একজন অবাঙ্গালী ব্যবসায়ী প্রতাপচাঁদ জহুরী, যিনি থিয়েটারকে ব্যবসা হিসেবেই দেখতেন। তাই তাঁর অধীনে কাজ করা গিরিশ ঘোষ এবং বিনোদিনী কারও পক্ষেই সহজ ছিল না। থিয়েটার গড়ে তোলার জন্য যে রকম টাকা পয়সা দরকার ছিল , তা গিরিশ ঘোষের ছিল না। একজন ২০-২১ বছরের ব্যবসায়ী গুরমুখ রায় অর্থ সাহায্য প্রদান করেন।থিয়েটারের চেয়ে তার বিনোদিনীর প্রতিই বেশি আকর্ষণ ছিল। গুরমুখ রায় বিনোদিনীকে ৫০ হাজার টাকায় কিনে নিতে চেয়েছিল যাতে সে অভিনয় ছেড়ে দেয়।বিনোদিনী আংশিক রাজী হন সে প্রস্তাবে কারণ তিনি অভিনয় ছাড়তে রাজী ছিলেন না। গুরমুখ রায়ের রক্ষিতা হন বিনোদিনী।এই ঘটনায় তাঁর পূর্ববর্তী মালিক ধনী জমিদার ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তিনি লাঠিয়াল দিয়ে নতুন থিয়েটার ভেঙ্গে দিতে চেষ্টা করেন।সেই ধনী জমিদার তলোয়ার হাতে বিনোদিনীর শোবার ঘরে প্রবেশ করে তাকে খুন করতে উদ্যত হন। কিন্তু বিনোদিনী উপস্থিত বুদ্ধির জোরে সে যাত্রা বেঁচে যান।<ref name="Binodini">{{cite journal |last1= মুরশিদ |first1= গোলাম |last2= |first2= |year= ২০০৫ |title= সুকুমারী থেকে সুচিত্রা |journal= অন্যদিন ঈদ সংখ্যা ২০০৫ |volume= |issue= |pages= ১০৪ |publisher= মাজহারুল ইসলাম|doi= |url= |accessdate=জানুয়ারি,২০১১ }}</ref>