৩০৯টি
সম্পাদনা
Badal Baul (আলোচনা | অবদান) সম্পাদনা সারাংশ নেই |
Badal Baul (আলোচনা | অবদান) সম্পাদনা সারাংশ নেই |
||
যৌবনে পেরসেউসের কাছে শিক্ষাগ্রহণের সময় তিনি পোর্ট্রেট আঁকা ও স্টিল লাইফ আঁকা শেখেন। কিন্তু পরে দেখেন যে, তাঁর শহরের ছবি আঁকতেই তাঁর বেশি ভাল লাগছে।
তিনি সারাজীবন দক্ষিণ স্টকহোমের একটি বাড়িতে তাঁর মা ও ভাইয়ের সঙ্গে বাস করেন। তাঁর বাড়ি থেকে রিডারজারডেন, গামলা স্টান ও মধ্য স্টকহোমের পুরোটাই দেখা যেত। এখানেই তিনি ১৮৯০-এর দশক থেকে ১৯০৪ সালের আগে আঁকা তাঁর স্টকহোমের নৈশ দৃশ্যগুলি আঁকেন। এই ছবিতে নীল রঙের ব্যবহার চোখে পড়ার মতো। শেষের দিকে তাঁর ছবিগুলি সরল ও বিমূর্ত হয়ে উঠেছিল।
|
সম্পাদনা