এয়াজেন জ্যানসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
[[Image:Eugène Jansson photo.jpg|thumb|এয়াজেন জ্যানসন]]
[[File:Jansson2.jpg|thumb|''রিডারজারডেন ইন স্টকহোম'', ১৮৯৮, ন্যাশানালন্যাশানালমিউজিয়াম, মিউজিয়ামস্টকহোম]]
'''এয়াজিন ফ্রেডরিক জ্যানসন''' (স্টকহোম, ১৮ মার্চ, ১৮৬২ - স্কারা, ১৫ জুন, ১৯১৫) ছিলেন একজন সুইডিশ চিত্রকর। তিনি তাঁর নীল রং-প্রধান রাত্রিকালীন নিসর্গ ও নগরদৃশ্যাঙ্কনের জন্য বিখ্যাত। জীবনের শেষ পর্বে ১৯০৪ সাল থেকে তিনি প্রধানত নগ্ন পুরুষদের ছবি আঁকতেন। এর আগে তাঁর চিত্রকলায় নীল রঙের প্রাধান্যের জন্য তাঁকে "নীল চিত্রকর" (''blåmålaren'') বলা হত।
 
জ্যানসনের পরিবার শ্রমজীবী নিম্ন মধ্যবিত্ত শ্রেণিভুক্ত হলেও, তাঁরা শিল্প ও সংগীতে আগ্রহী ছিলেন এবং দুই পুত্র এয়াজেন ও তাঁর ছোটোভাই অ্যাড্রিয়ানের ব্যাপারে উচ্চাশা পোষণ করতেন। এয়াজেন স্টকহোমের জার্মান স্কুলে পিয়ানো শিখেছিলেন। চোদ্দো বছর বয়সে স্কারলেট ফিভারে আক্রান্ত হয়ে এয়াজিনের স্বাস্থ্য ভেঙে পড়ে। ভগ্নস্বাস্থ্য তাঁর সারাজীবনের সঙ্গী হয়। তাঁর দৃষ্টি ও শ্রবণশক্তি হ্রাস পায় এবং তিনি ধারাবাহিক কিডনির অসুখে ভুগতে থাকেন।
 
''সানরাইজ ওভার দ্য রুফটপস'', ১৯০৩, ন্যাশানালমিউজিয়াম, স্টকহোম]]
 
[[da:Eugène Jansson]]
৩০৯টি

সম্পাদনা