হায়াসিনথ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Badal Baul (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Badal Baul (আলোচনা | অবদান)
৭ নং লাইন:
[[File:Kiselev Death of Hyacinth.jpg|thumb|left|''দ্য ডেথ অফ হায়াসিনথ'', আলেকজান্ডার কিসেলেভ]]
হায়াসিনথের পিতামাতা কে ছিলেন, তা নিয়ে গ্রিক পুরাণের গল্পগুলিতে স্থানভিত্তিক পাঠান্তর রয়েছে। কোনো গল্পে তাঁকে [[ম্যাসিডন|ম্যাসিডনের]] রাজা পিয়েরাস ও সিলোর পুত্র বলা হয়েছে; কোথাও তিনি [[স্পার্টা|স্পার্টার]] রাজা ওয়েব্যালাসের পুত্র; আবার কোথাও তিনি অ্যামিক্লিয়া জাতির বংশধর রাজা অ্যামিক্লাসের ছেলে।<ref>[[Pseudo-Apollodorus]] 3. 10.3; [[Pausanias (geographer)|Pausanias]] 3. 1.3, 19.4</ref> অ্যামিক্লিয়ায় [[অ্যাপোলো|অ্যাপোলোর]] মূর্তির পাদদেশে তাঁর সমাধি অবস্থিত। এখানে মাইসিনিয়ান যুগ থেকে তাঁকে কেন্দ্র করে একটি বীরপূজা-সংস্কৃতির প্রচলন আছে।
 
সেই চাকতিটির আঘাত লেগেই হায়াসিনথের মৃত্যু ঘটেছিল।<ref>[[Pseudo-Apollodorus]], 1. 3.3.</ref> গল্পে বৈচিত্র্য আনার জন্য একটি পাঠান্তরে বায়ুদেবতা [[জেফিরাস|জেফিরাসকে]] হায়াসিনথের মৃত্যুর জন্য দায়ী করা হয়।<ref>[[Lucian]], ''Dialogues of the Gods''; [[Servius]], commentary on [[Virgil]] ''Eclogue'' 3. 63; [[Philostratus]], ''Imagines'' 1. 24; Ovid ''[[Metamorphoses]]'' 10. 184.</ref> বলা হয়, হায়াসিনথের সৌন্দর্য জেফিরাস ও অ্যাপোলোর মধ্যে বিবাদ সৃষ্টি করেছিল। হায়াসিনথ ধনুর্বিদ্যার দেবতা উজ্জ্বলবর্ণ অ্যাপোলোকে বেছে নিলে, জেফিরাস ঈর্ষান্বিত হন। তিনি অ্যাপোলোর ছোঁড়া চাকতিটি উড়িয়ে নিয়ে গিয়ে হায়াসিনথকে আহত করেন এবং তাতেই হায়াসিনথের মৃত্যু হয়। মৃত্যুর পর অ্যাপোলোর বাধায় [[হেডিস]] হায়াসিনথকে পাতালে নিয়ে যেতে পারেননি। অ্যাপোলো হায়াসিনথের নিঃসৃত রক্ত থেকে তাঁর নামে একটি ফুলের গাছ সৃষ্টি করেন। ওভিডের বর্ণনা অনুযায়ী, অ্যাপোলোর চোখের জলে নবসৃষ্ট ফুলের পাপড়িতে তাঁর দুঃখের চিহ্ন অঙ্কিত হয়েছিল। গল্পের একটি স্থানীয় স্পার্টান পাঠান্তর অনুযায়ী, [[আফ্রোদিতি]], [[এথেনা]] ও [[আর্তেমিস]] হায়াসিনথ ও তাঁর বোন [[পোলিবোয়া|পোলিবোয়াকে]] স্বর্গে নিয়ে গিয়েছিলেন।<ref>[[Pausanias (geographer)|Pausanias]] 3. 19. 4</ref>
 
==পাদটীকা==