ইয়েলোস্টোন জাতীয় উদ্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৩৩ নং লাইন:
 
ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের আয়তন {{convert|3468|mi2|km2|abbr=off|lk=off}}। উদ্যানের মধ্যে রয়েছে হ্রদ, ক্যানিয়ন, নদনদী ও পর্বতমালা।<ref name="facts"/> [[ইয়েলোস্টন হ্রদ]] উত্তর আমেরিকার বৃহত্তম হ্রদগুলির অন্যতম। এটি মহাদেশের বৃহত্তম [[মহাআগ্নেয়গিরি]] [[ইয়েলোস্টোন ক্যালডেরা|ইয়েলোস্টোন ক্যালডেরার]] কেন্দ্রস্থলে অবস্থিত। ক্যালডেরাটিকে সক্রিয় আগ্নেয়গিরি মনে করা হয়। বিগত দুই মিলিয়ন বছরে বহুবার এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়েছে। আগ্নেয়গিরির সক্রিয়তা এখানকার ভূতাপমাত্রাগত বৈশিষ্ট্যগুলির জন্য বহুলাংশে দায়ী।<ref name="geothermal">{{cite web| title =Geothermal Features and How They Work| publisher = National Park Service| date = February 17, 2007| url =http://www.nps.gov/yell/naturescience/geothermal.htm| accessdate = 2007-04-08}}</ref> [[লাভা]] স্রোত ও আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত পাথরে সমগ্র ইয়েলোস্টোন অঞ্চলটি ঢাকা। এটি [[বৃহত্তর ইয়েলোস্টোন পরিবেশব্যবস্থা]]র অন্তর্গত, যা উত্তর জলবায়ু অঞ্চলের বৃহত্তম বিদ্যমান এবং প্রায় সামগ্রিক একটি অংশ।<ref name="ecosystem">{{cite web| last=Schullery | first=Paul |url = http://biology.usgs.gov/s+t/noframe/r114.htm | title = The Greater Yellowstone Ecosystem| work = Our Living Resources |publisher = U.S. Geological Survey| accessdate = 2007-03-13 |archiveurl = http://web.archive.org/web/20060925064249/http://biology.usgs.gov/s+t/noframe/r114.htm |archivedate = 2006-09-25}}</ref>
 
নথিভুক্ত তথ্য অনুযায়ী, এই উদ্যান স্তন্যপায়ী, পাখি, মাছ ও সরীসৃপদের শতাধিক প্রজাতির বাসস্থান। এগুলির মধ্যে বেশ কয়েকটি আবার বিপন্ন প্রজাতি।<ref name="facts"/> বিরাট বনভূমি ও তৃণভূমিতে নানান দুর্লভ প্রজাতির বৃক্ষ দেখা যায়। গ্রিজলি বিয়ার, গ্রে উলফ, আমেরিকান বাইসন ও এক এখানে বাস করে। মাঝে মাঝে দাবানল দেখা যায়। ১৯৮৮ সালের দাবানলে উদ্যানের এক-তৃতীয়াংশ ভষ্মীভূত হয়েছিল। এখানে অনেকে হাইকিং, ক্যাম্পিং, বোটিং, মাধ ধরা বা দিবাভ্রমণের জন্যেও আসেন। পাকা রাস্তা থাকায় প্রধান দ্রষ্টব্যস্থলগুলির কাছে যাওয়া খুবই সহজ। শীতকালে বরফ পড়ার সময়ও এখানে অনেক পর্যটক আসেন।
 
== পাদটীকা==