মাকড়সা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
r2.7.1) (রোবট যোগ করছে: bat-smg:Vuors
BellayetBot (আলোচনা | অবদান)
Typo fixing, replaced: গ্রন্থী → গ্রন্থি using AWB
২৩ নং লাইন:
'''মাকড়শা''' অমেরুদন্ডী শিকারী কীট বিশেষ। এটি একটি আট পা ওয়ালা [[অ্যারাকনিডা]] শ্রেণীর [[সন্ধিপদ]]। এদের শরীর মাথা ও ধড় দুটি অংশে বিভক্ত, আটটি সন্ধিযুক্ত পা আছে, ডানা নেই। এদের মাথা ও বুক একসাথে জুড়ে [[সেফালোথোরাক্স]] বা মস্তক-বক্ষ গঠন করে। মাকড়সার একটি বিশেষ গুণ হল, এরা জাল তৈরি করে এবং জালের মাধ্যমে অন্যান্য কীট-পতঙ্গ ইত্যাদি শিকার করে।
 
অনেক রকম মাকড়শা হয়, কেউ [[মাকড়শার জাল|জাল]] বোনে, কেউ লাফিয়ে শিকার ধরে। সব মাকড়শার একজোড়া বিষগ্রন্থীবিষগ্রন্থি আছে। এদের অনেকের কামড় খুব বিষাক্ত। তবে সবাই প্রাণঘাতী নয়।
 
মাকড়সারা প্রথম স্থলচর প্রাণীদর অন্যতম। অপেক্ষাকৃত প্রাচীন মাকড়সারা নিঃসঙ্গ শিকারী - এরা জাল বোনে না। লাফিয়ে শিকার ধরে। এদের চেনার উপায় হল নীচদিকে বাকা দাঁড়া যা সোজা উপরনিচ নড়ে।