ওয়েপন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Weapon_band_of_Canada_(black).JPG ফাইলটি অপসারণ করা হয়েছে, কারণ উইকিমিডিয়া কমন্স হতে Wknight94 এই ফাইলটি মুছে ফেলেছেন
Vetis.JPG ফাইলটি অপসারণ করা হয়েছে, কারণ উইকিমিডিয়া কমন্স হতে Wknight94 এই ফাইলটি মুছে ফেলেছেন
২০ নং লাইন:
 
==শয়তানীর মাংসে==
 
[[File:Vetis.JPG|thumb|right|200px| ভোকাল ও গিটারিস্ট ভেটিস]]
তাদের প্রথম ডেমো উইথ ইন দ্যা ফ্লেস অব দ্যা স্যাটানিস্ট প্রকাশিত হয় ২০০৪ সালে <ref>www.metal-archives.com/band.php?id=39684</ref> এই ডেমো প্রকাশের পর তারা তাদের ইপি পারা ভ্যাক্তি ... স্যালভেশন প্রকাশ করেন ২০০৮ সালে। ওয়েপন ব্যান্ড তাদের [[স্যাটানিজম]] সম্পর্কীত গানের কথার জন্য পরিচিত।২০০৫ সালে তাদের ইপি ভায়োলেটেড হিজাব প্রকাশিত হয়। তাদের ডেব্যু অ্যালবাম [[ড্রাকোনিয়ান প্যারাডিগম]] সারা বিশ্বে মুক্তি পায় ২০০৯ সালের গ্রীষ্মকালে আমেরিকার শ্রদ্ধেয় রেকর্ড লেবেল [[দ্যা আজনা অফেনসিভ]] থেকে। ওয়েপন যখন [[ফুলমুন প্রডাকশন|ফুল মুন প্রডাকশনের]] সাথে চুক্তিবদ্ধ ছিল তখন তারা দ্যা আজনা অফেনসিভ রেকর্ডসের সংস্পর্শে আসে।<ref name="Weapon"> http://www.weaponchakra.com/band.html</ref> তাদের একটি গান রেমন্যান্টস অব আ বার্ন্ট মস্ক [[সেতার|সেতারের]] সাহায্য নিয়ে তৈতি হয়।<ref name="Weapon "/> [[ইনকফিন প্রোডাকশন]] থেকে [[ড্রাকোনিয়ান প্যারাডিগম]] অ্যালবামের একটি ক্যাসেট সংস্করন বের হয়।<ref name="Weapon band"/> ওয়েপন ব্যান্ড কিছু নির্বাচিত কনসার্ট করেছে [[বেহেমথ]], [[সেপ্টিক ফ্লেশ]], [[লাইটেনিং সোর্ড অব ডেথ]], [[মিতোচোন্ড্রিয়ন]] ইত্যাদি ব্যান্ডের সাথে। ২০১০ সালের প্রথম দিকে তারা আগোনিয়া রেকর্ডসের সাথে চুক্তি বদ্ধ হয়েছে সারা ইউরোপে তাদের দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করার জন্য যা আমেরিকাতে করবে আজনা অফেনসিভ। ২০১০ সালে তাদের ২য় অ্যালবাম ফ্রম দ্যা ডেভিলস টোম্ব প্রকাশিত হবে। গানের কথাতে একটা গভীর দার্শনিক প্রচেষ্টা লক্ষ্যণীয় যার উৎস হয়ত প্রোথিত নয় খ্রিস্টান পটভূমিতে, যা শিকড় হয়ত খ্রিস্টানবিরোধিতায় আছে এবং এটা তার শয়তানী দর্শনকে আরো সতেজ করে তুলেছে।<ref name="Weapon band"/>