২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
BellayetBot (আলোচনা | অবদান)
Typo fixing, replaced: জাতী → জাতি, জাতিয় → জাতীয়, দ্বন্দ → দ্বন্দ্ব using AWB
BellayetBot (আলোচনা | অবদান)
Typo fixing, replaced: জাতী → জাতি, জাতিয় → জাতীয়, দ্বন্দ → দ্বন্দ্ব using AWB
২০ নং লাইন:
[[২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকস|২০০৮ অলিম্পিক গেমসে]] '''পুরুষদের ৪০০মিটার ফ্রিস্টাইল''' বিভাগের প্রতিযোগিতা আগস্টের [[আগস্ট ৯|৯]] ও [[আগস্ট ১০|১০]] তারিখের মধ্যে [[বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার|বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে]] অনুষ্ঠিত হয়। [[সাঁতার (ক্রীড়া)|সাঁতারে]]র এই বিভাগ একটি [[<!--freestyle swimming-->ফ্রিস্টাইল সাঁতার]] প্রতিযোগিতা, মানে এখানে সাঁতারকাটার পদ্ধতির ( যেমন ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক ও বাটারফ্লাই বিভাগ)কোনো বাধ্যবাধকতা থাকে না। প্রায় সব সাঁতারুই [[ফ্রন্ট ক্রল]] বা তার কোনো বিকল্প পদ্ধতির প্রয়োগ করে থাকে। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি আটবার পার করতে হয়।
 
সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট পাঁচটি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা প্রথম ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্ব্ব্বিতাপ্রতিদ্বন্দ্ব্ব্ব্বিতা করে।
 
২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ৩:৪৯.৯৫সেকেন্ড(A মান) এবং ৩:৫৮.০০সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।