স্লেয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: সংগীত > সঙ্গীত
BellayetBot (আলোচনা | অবদান)
→‎বিতর্ক: Typo fixing, replaced: কৌতুহল → কৌতূহল using AWB
২৭ নং লাইন:
 
==বিতর্ক==
১৯৯৬ সালে ব্যান্ডটির বিরুদ্ধে মামলা হয় এলিস মেরি পাহলার নামক একটি খুন হওয়া মেয়ের বাবা-মার মাধ্যমে। তাদের মেয়ে ধর্ষণ করে, ড্রাগ দিয়ে ও ছুরি মেরে তিনজন স্লেয়ার ভক্ত শয়তানের প্রতি তাদের ত্যাগ স্বীকার করে। স্লেয়ার ব্যান্ডের গানের কথা তাদের এই কাজে উৎসাহ জাগিয়েছিল বলে মেয়েটির বাবা-মার মনে করতেন। ২০০১ সালে মামলাটি বাতিল হয়ে যায়। স্লেয়ার ব্যান্ডটিকে [[নাৎসীবাদ|নাৎসীবাদের]] সমর্থক হিসেবে ধারণা করা হয় তাদের ঈগলের চিহ্ন ধারণ এবং এ্যাঞ্জেল অব ডেথ গানের কথার জন্য। জোসেফ ম্যানগেলি নামক ডাক্তারের কর্মকান্ড গানটির অনুপ্রেরণা যিনি [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধে]] মানুষের উপর নানা পরীক্ষা করতেন খেলার ছলে কনসেন্ট্রেশন ক্যাম্পে। স্লেয়ার ব্যান্ডটি [[বর্ণবাদ|বর্ণবাদের]] প্রকাশ ঘটে এমন গান গিলটি অব বিয়িং হোয়াইট কাভার করতে দেখা যায়। ব্যান্ডের সদস্যরা [[স্যাটানিজম|স্যাটানিজমের]] ভক্ত এমন অভিযোগ আরায়া অস্বীকার করেন এবং বলেন বিষয়টি কৌতুহলকৌতূহল উদ্দীপক। ''আমরা এই বিশ্বের সবাই শিখতে ও অভিজ্ঞতা নিতে এসেছি'', এমন কথাও বলেন আরায়া।
==গ্রামি এডওয়ার্ডস==