ফ্লুরোসেন্ট বাতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
VolkovBot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: id:Lampu pendar
BellayetBot (আলোচনা | অবদান)
Typo fixing, replaced: ধরণ → ধরন using AWB
৪ নং লাইন:
[[Image:Tanninglampend.jpg|thumb|একটি দ্বি-পিন ফ্লুরোসেন্ট বাতির অভ্যন্তর]]
 
'''ফ্লুরোসেন্ট বাতি''', '''টিউব লাইট''', বা '''রড লাইট''' এক প্রকার [[বিদ্যুৎ|বৈদ্যুতিক বাতি]] যা [[আলো]] উৎপন্ন করার জন্য বিদ্যুৎ ব্যবহার করে [[পারদ|পারদের]] বাষ্পকে উত্তেজিত করে। এই বাতি প্রধানত আলোর এক ধরণেরধরনের কৃত্রিম উৎস হিসেবে ব্যবহৃত হয়। ফ্লুরোসেন্ট বাতির ভেতরে থাকা পারদের বাষ্পকে বিদ্যুৎ ব্যবহার করে উত্তেজিত করা হলে পারদের [[অণু]]গুলো স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের [[অতিবেগুনি রশ্মি|অতিবেগুনি]] আলো উৎপন্ন করে যা [[ফসফর কণা]]কে আঘাত করে [[দৃশ্যমান আলো]] উৎপন্ন করে।
 
বাতির ভেতরে বৈদ্যুতিক শক্তি প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য ফ্লুরোসেন্ট বাতিতে সবসময় একটি ব্যালাস্ট প্রয়োজন হয়, যা ইনক্যাডিসেন্ট বাতিতে প্রয়োজন হয় না। কিন্তু ফ্লুরোসেন্ট বাতি বৈদ্যুতিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে ইনক্যাডিসেন্ট বাতির চেয়ে অনেক বেশী উপযোগি। যদিও ফ্লুরোসেন্ট বাতির মূল্য সাধারণত বেশী, কিন্তু এটি কম বিদ্যুৎ শক্তি খরচ করে বলে আদতে এটি বেশ সাশ্রয়ী। বড় আকারের ফ্লুরোসেন্ট বাতি বাণিজ্যিক ভবনে এবং শিক্ষায়তনে ব্যবহৃত হলেও ছোট আকারের কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট বাতি বাসা বাড়িতে ব্যবহার হচ্ছে। ইনক্যাডিসেন্ট বাতির চেয়ে ফ্লুরোসেন্ট বাতি কম শক্তি খরচ করে এবং বেশীদিন টেকে, কিন্তু এগুলো তুলনামূলকভাবে আকারে বড়, জটিল এবং এর প্রাথমিক খরচ বেশী।