রাওয়ালপিন্ডি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AFIC_University_in_Rawalpindi.JPG ফাইলটি অপসারণ করা হয়েছে, কারণ উইকিমিডিয়া কমন্স হতে Yann এই ফাইলটি মুছে ফেলেছেন
Suvray (আলোচনা | অবদান)
বানানগত
৫৫ নং লাইন:
}}
 
'''রাওয়ালপিন্ডি''' ({{lang-ur| راولپنڈی}}) হচ্ছে [[পাকিস্তান|পাকিস্তানের]] রাজধানী [[ইসলামাবাদ|ইসলামাবাদের]] নিকটে অবস্থিত একটিনিকটবর্তী মালভূমির উপরস্থ শহর। এটি পাকিস্তানের [[পাঞ্জাব (পাকিস্তান)|পাঞ্জাব]] প্রদেশরপ্রদেশের অন্তর্গত। জনসংখ্যার বিচারে এটি পাকিস্তানের ৪র্থ বৃহত্তম শহর। আরএর প্রথমদিকের শহরগুলো হচ্ছে [[করাচি]], [[লাহোর]], এবং [[ফয়সালাবাদ]]। স্থানীয়ভাবেস্থানীযভাবে রাওয়ালপিন্ডি শুধু '''পিন্ডি''' নামে পরিচিত। এই অঞ্চলেই গড়ে ওঠে সোয়ানিয়ান সংস্কৃতির অধিবাসীদের বাস রাওয়ালপিন্ডিতে।বাস। বিভিন্ন রকম বিপণী বিতান, পার্ক, এবং জনঅধ্যুষিত হওয়ার কারণে এইহওয়ায় শহরটি পাকিস্তানী এবং বিদেশি মানুষের কাছে যথেষ্ট আকর্ষণীয়। শহরটি হায়দারাবাদ এবং মুলতানের তুলনায় ছোট কিন্তু ১৯৬০-এর দশকে ইসলামাবাদ শহরের গোড়াপত্তনের সময় এইসময়এই শহরটি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, এবংহয়এবং এর জনসংখ্যা ১ লক্ষ ৮০ হাজার থেকে বেড়ে প্রায় ২১প্রায়২১ লক্ষে পৌঁছায়।
 
রাওয়ালপিন্ডি হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর। ১৯৬০-এর দশকে যখন রাজধানী হিসেবে ইসলামাবাদের গোড়াপত্তনের কাজ চলছিলো, তখন রাওয়ালপিন্ডি ছিলো পাকিস্তানের রাজধানী। বিভিন্ন প্রকার কল-কারখানার কেন্দ্রীয় সদরদপ্তর এখানে অবস্থিত। রাওয়ালপিন্ডিতে অবস্থিত প্রাক্তন চাকলালা বিমান বন্দর, পরবর্তীকালে যার নাম হয়েছিলো ইসলামাবাদ বিমান বন্দর; বর্তমানে "বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমান বন্দর" নামে পরিচিত। পাঞ্জাব প্রদেশেপ্রদেশের লাহোর থেকে ২৭৫ কিলোমিটার (১৭১ মাইল) উত্তর-পশ্চিমে রাওয়ালপিন্ডির অবস্থান। প্রশাসনিক ও রাজনৈতিকভাবে এটি রাওয়ালপিন্ডি জেলার অন্তর্গত। এই শহরের মোট আয়তন ১৫৪ বর্গ কিলোমিটার (৫৯ বর্গ মাইল)। শহরটি কৌশলগতভাবে পাঞ্জাব ও [[আজাদ কাশ্মীর|আজাদ কাশ্মীরের]] মধ্যভাগে নির্মিত। পাকিস্তানের উত্তর অঞ্চলেউত্তরাঞ্চলে সফরের আগে অনেক পর্যটক রাওয়ালপিন্ডিতে তাঁদের যাত্রা বিরতি করেন।
 
== বহিঃসংযোগ ==