এস্রাজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jatak (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Jatak (আলোচনা | অবদান)
সংযোগ
১ নং লাইন:
'''এস্রাজ''' ( ইস্রাজ বা দিলরুবা হিসেবেও পরিচিত) হচ্ছে একটি তার যন্ত্র। এই যন্ত্রটি মূলতঃ [[ভারত]] উপমহাদেশেই ব্যবহৃত হয়। এর উৎপত্তিও খুব বেশী দিন আগে নয়। প্রায় দু'শ বছর ধরে এই বাদ্যযস্ত্রটির ব্যবহার দেখা যায়। দিলরুবা যন্ত্রটি মূলতঃ দেখা যায় উত্তর ভারতে; ধর্মীয় ও হালকা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনে শহরাঞ্চলে এটির ব্যবহার দেখা যায়। এস্রাজ এর ব্যবহার দেখা যায় মূলতঃ পূর্ব ও মধ্য [[ভারত|ভারতে]] এবং বাংলাদেশে।[[বাংলাদেশ|বাংলাদেশে ]]। তবে এর বাদন ষ্টাইল দিলরুবা হতে ভিন্ন। মূলতঃ সঙ্গতকারী যন্ত্র হিসেবেই বাদ্যযন্ত্র দু'টি ব্যবহৃত হয়।
 
==গঠন==
 
এস্রাজ বা দিলরুবা, দুটো যন্ত্রেরই গঠন শৈলী একই ধরনের। মাঝারী আকৃতির [[সেতার |সেতারের]] মতে ডান্ডির উপর ২০টি ধাতব ঘাট বেঁধে দেয়া হয়। এগুলোর উপর ১২ থেকে ১৫টি সহায়ক সুরের তার বাঁধা হয়। দিলরুবায় অবশ্য এরচেয়ে বেশী তার ব্যবহৃত হয়। দু'টো যন্ত্রেই প্রধান তার চারটি। এগুলো বেহালার মতো ছড়ের সাহায্যে বাজানো হয়। নিচের অংশ সেতারের লাউয়ের তুম্বার পরিবর্তে কাঠের ছোট তুম্বাকৃতির খোলের উপর [[তবলা |তবলার]] উপরিভাতের মতো টান টান করে বাঁধা হয়।
 
==তথ্যসূত্রঃ==