দ্বিতীয় মুরাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট
২১ নং লাইন:
}}
 
'''দ্বিতীয় মুরাদ''' ([[উসমানীয় তুর্কি ভাষা|উসমানীয় তুর্কি ভাষায়]]: مراد ثانى) ([[জুন]] [[১৪০৪]], আমাসইয়া, [[তুরস্ক]] – [[ফেব্রুয়ারি ৩|৩ই ফেব্রুয়ারি]] [[১৪৫১]], এডার্ন, [[তুরস্ক]]) ছিলেন [[উসমানীয় সাম্রাজ্য|উসমানীয় সাম্রাজ্যের]] ষষ্ঠ সুলতান। তিনি দুপর্যায়ে ১৪২১ থেকে ১৪৪৪ এবং ১৪৪৬ থেকে ১৪৫১ খ্রিষ্টাব্দ পর্যন্ত [[উসমানীয় সাম্রাজ্য]] শাসন করেন।
 
দ্বিতীয় মুরাদের শাসনামলে বেশীর ভাগ সময় কাটে [[বলকান অঞ্চল|বলকান অঞ্চলের]] খ্রিষ্টান জনগণ এবং [[আনাতোলিয়া|আনাতোলিয়ায়]] তুর্কি আমিরাতগুলোর বিরুদ্ধে যুদ্ধের মধ্য দিয়ে, যেসব যুদ্ধ ২৫ বছর স্থায়ী থাকে। তিনি বাল্যকাল থেকে তুরস্কের আমাসইয়া শহরে গড়ে উঠেন এবং তাঁর পিতা, [[উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ প্রথম মুহাম্মাদ|সুলতান প্রথম মুহাম্মাদের]] মৃত্যুর পর, তিনি ১৪২১ সালে উসমানীয় সাম্রাজ্যের সিংহাসনে বসেন। সুলতান মুরাদ ১৪৪৪ সালে পবিত্র রোমান সাম্রাজ্য, [[পোল্যান্ড]], [[আলবেনিয়া]] এবং আরো কয়েকটি খ্রিষ্টান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে তাঁর পুত্র, [[উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ দ্বিতীয় মুহাম্মাদ|মুহাম্মাদ ইবনে মুরাদের]] কাছে সিংহাসন হস্তান্তর করেন। কিন্তু সাম্রাজ্যে জেনিসারী (Yeniçeri) বাহিনীর বিদ্রোহ শুরু হলে, তা থামানোর জন্য ১৪৪৬ সালে দ্বিতীয় মুরাদকে আবার সিংহাসনে বসতে হয়। তিনি তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্য শাসন করেন। সুলতান দ্বিতীয় মুরাদের মৃত্যুর পর, ১৪৫১ সালে তাঁর পুত্র, [[উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ দ্বিতীয় মুহাম্মাদ|মুহাম্মাদ ইবনে মুরাদ]], “[[উসমানীয় সাম্রাজ্যের শাহেনশাহ দ্বিতীয় মুহাম্মাদ|দ্বিতীয় মুহাম্মাদ]]” হিসেবে আবার উসমানীয় সাম্রাজ্যের সিংহাসনে বসেন।
 
==বহিঃসংযোগ==
*[http://wwwa.britannica.com/eb/article-9054316 Encyclopædia Britannica]
 
{{উসমানীয় সাম্রাজ্যের সুলতান}}
 
[[বিষয়শ্রেণী:১৪০৪-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৪৫১-এ মৃত্যু]]
[[বিষয়শ্রেণী:১৫শ শতকের উসমানীয় সুলতান]]
 
[[af:Murat II]]