ইয়ান মার্টেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: uk:Янн Мартель
BellayetBot (আলোচনা | অবদান)
Typo fixing, replaced: গীর্জা → গির্জা using AWB
৪ নং লাইন:
'''ইয়ান মার্টেল''' (জন্ম [[জুন ২৫]], [[১৯৬৩]]) হলেন [[বুকার পুরস্কার]] বিজয়ী একজন [[কানাডা|কানাডীয়]] সাহিত্যিক।
 
তিনি বিশ্বের নানা দেশ ভ্রমণ করেছেন এবং [[ইরান]], [[তুরস্ক]] এবং [[ভারত|ভারতে]] বেশ কিছুটা সময় থেকেছেনও। [[পিটারবরো, ওন্টারিও]] তে অবস্থিত [[ট্রেন্ট বিশ্ববিদ্যালয়|ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ে]] দর্শনে পড়াশোনা করার পর ২৭ বছর বয়সে তিনি লেখালেখিকে পেশা হিসাবে বেছে নেন। নানা দেশের নানারকম ঐতিহ্যের সাথে পরিচয় তাঁর লেখাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আর এই প্রভাব স্পষ্ট হয়ে ধরা পড়েছে তাঁর রচিত কল্প-কাহিনী ''[[লাইফ অফ পাই]]'' এর ঐতিহ্যগত পটভূমির ব্যাপকতায়। এই কল্প-কাহিনীর সুবাদে তিনি [[২০০২]] সালে সম্মানজনক [[বুকার পুরস্কার]] লাভ করেন। ''লাইফ অফ পাই'' কল্প-কাহিনীটি লিখবার রসদ জোগাড় করতে মার্টেল প্রায় ছয়টি মাস ভারতে- মসজিদ, মন্দির, গীর্জাগির্জা আর চিড়িয়াখানা দেখে কাটিয়ে দেন। তারপর গোটা একটি বছর তিনি নানারকমের ধর্মীয় গ্রন্থ আর পরিত্যক্ত গল্প-গাঁথা পাঠ করেন এবং এতসব গবেষণার পর মূল বইটি লিখতে তাঁর আরো দুটি বছর কেটে যায়।
 
[[সিবিসি বেতার]]'র ''[[কানাডা পাঠ্য]]'' প্রতিযোগীতার [[২০০৩]] সংস্করণ হিসাবে ''লাইফ অফ পাই'' নির্বাচিত হয় এবং আরেকজন লেখক [[ন্যান্সি লি]] এই প্রতিযোগীতায় বিজয়ী হন। তাছাড়া এই প্রতিযোগীতার ফরাসি সংস্করণ ''লি কমব্যাট ডেস লিভঁ'' এর জন্য ''লাইফ অফ পাই'' এরই ফরাসি-অনুবাদ ''হিস্টোরি ডি পাই'' নির্বাচিত হয় এবং এখানকার বিজয়ী হন [[গায়ক]] [[লুসি ফরেসটিয়াঁ]]।