মার্কো ফন বাস্তেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: la:Marcus van Basten
BellayetBot (আলোচনা | অবদান)
Typo fixing, replaced: জাতী → জাতি (3), জাতিয় → জাতীয় (3), পরবর্তীতে → পরবর্তীকালে (2) using AWB
৩৭ নং লাইন:
১৯৯২-৯৩ মৌসুমে এসি মিলানের অপরাজিত থাকার ধারা অব্যাহত থাকে । বাস্তেন অসাধারণ ফর্মে ছিলেন । কিন্তু আনকোনার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন । আবার ফিরে এসে এসি মিলানের হয়ে মার্সেই এর বিপক্ষে চ্যাম্পিয়নস লীগ ফাইনালে অংশ নেন । এসি মিলান ফাইনাল ম্যাচটি হেরে যায় । এটিই ছিল তাঁর শেষ পেশাদার ম্যাচ । ইনজুরির কাছে নতিস্বীকার করে তিনি অবসর নেন।
 
পরবর্তীতেপরবর্তীকালে দিমিত্রিও আলবার্তিনি এবং ডেনিস বার্গক্যাম্প এর বিদায়ী ম্যাচে তিনি কিছু সময়ের জন্য মাঠে নামেন ।
== সম্মাননা ==
'''ক্লাব'''
৬১ নং লাইন:
*[[ডাচ চ্যাম্পিয়নশীপ|ডাচ লীগ]] সর্বোচ্চ গোলদাতা : ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৬, ১৯৮৭.
== ম্যানেজার হিসেবে ক্যারিয়ার ==
১৯৯৫ সালে এসি মিলান থেকে খেলোয়াড় হিসেবে অবসর নেয়ার পর বাস্তেন ফুটবল কোচিংয়ে না আসার সিদ্ধান্ত নেন । কিন্তু পরবর্তীতেপরবর্তীকালে তিনি তাঁর সিদ্ধান্ত বদল করেন । ২০০৪ সালের ২৯ জুলাই রয়েল [[ডাচ ফুটবল এসোসিয়েশন]] তাকে ডাচ জাতীয় দলের দায়িত্ব দেয় ।
 
দলের দায়িত্ব পেয়েই বাস্তেন [[প্যাট্রিক ক্লুইভার্ট]] , [[এডগার ডাভিডস]] , [[ক্লারেন্স সিডর্ফ]] , [[রয় মেকে]] কে দল থেকে বাদ দেন । তার অধীনে ডাচ জাতীয় দলে [[আয়াক্স]] , [[পিএসভি আইন্দহোভেন]] , ফেইর্নুডের প্রতিপত্তি খর্ব হয় ।