আর্তেমিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আর্তেমিস-কে আর্টেমিস-এ সরানো হয়েছে: সঠিক উচ্চারণ
তথ্যসূত্রসহ তথ্যযোগ
১ নং লাইন:
{{অন্যব্যবহার|আর্তেমিসআর্টেমিস (দ্ব্যর্থতা নিরসন)}}
 
'''আর্টেমিস''' গ্রিক পুরাণের অরণ্যদেবী এবং বারো অলিম্পিয়ানদের অন্যতম। রোমক পুরাণে আর্টেমিসের প্রতিষঙ্গী চরিত্র [[ডায়ানা (পৌরাণিক চরিত্র)|ডায়ানা]]। [[অ্যাপোলো]] এবং আর্টেমিস যমজ ভাইবোন।<ref name="PP">''প্রতীচ্য পুরাণ'', ফরহাদ খান; অক্টোবর ২০০১ সংস্করণ; প্রতীক প্রকাশনা সংস্থা, পৃ.২৩; ISBN: 984-446-028-X। সংগৃহীত হয়েছে: ১৫ ডিসেম্বর ২০১০।</ref> কথিত আছে আর্টেমিস [[গ্রিক ও ট্রয়ের যুদ্ধ|গ্রিক ও ট্রয়ের যুদ্ধে]] অ্যাপোলোর সাথে ট্রোজানপক্ষ অবলম্বন করলে [[হেরা]] কর্তৃক প্রহৃত হন এবং পালিয়ে যান।
 
গ্রিক পুরাণে আর্টেমিসকে চিরকাল অরণ্যচারী এবং চিরকুমারীরূপে ফুটিয়ে তোলা হয়েছে। তাঁর সহচরী বনপরীরাও তাঁরই মতো চিরকুমারী। দেবতা এমনকি মানুষও কখনো আর্টেমিস এবং তাঁর সহচরীদের ভালোবাসা পায়নি। কেবল কিছুকালের জন্য বিখ্যাত শিকারী [[ওরাইয়ন|ওরাইয়নের]] সঙ্গে আর্টেমিসের সখ্য গড়ে উঠেছিলো। কিন্তু দুর্ভাগ্যবশত ওরাইয়ন, অ্যাপোলোর চক্রান্তে আর্টেমিসের হাতেই নিহত হন।<ref name="PP"/>
 
আর্টেমিস অতি অল্পতেই উত্তেজিত ও রাগান্বিত হন এবং তাঁর বিরাগভাজনদেরকে কঠিনতম শাস্তি দেন। নাইওবীর সাত কন্যাকে তিনি হত্যা করেন এবং তাঁর অভিশাপের কারণে তিনি অ্যাকটিয়ন মৃগের রূপ ধারণ করলে নিজের শিকারী কুকুরদের দ্বারা নিহত হন।<ref name="PP"/>
 
আর্টেমিস, [[গ্রিক ও ট্রয়ের যুদ্ধ|গ্রিক ও ট্রয়ের যুদ্ধে]] অ্যাপোলোর সাথে ট্রোজানপক্ষ অবলম্বন করলে [[হেরা]] কর্তৃক প্রহৃত হন এবং পালিয়ে যেতে বাধ্য হন।<ref name="PP"/>
 
==তথ্যসূত্র==