ভারতে কোম্পানি শাসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৫৬ নং লাইন:
ক্ষমতা বৃদ্ধির দ্বিতীয় পন্থাটি ছিল ভারতীয় শাসকদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। এই সকল শাসকেরা সীমিত আঞ্চলিক স্বশাসনের বিনিময়ে কোম্পানির আধিপত্য মেনে নিতেন। কোম্পানিকে যেহেতু আর্থিক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হত, সেহেতু শাসনকার্য চালানোর জন্য এটিকে ''রাজনৈতিক'' আলম্ব তৈরি করতে হয়।<ref name="brown-p67">{{Harvnb|Brown|1994|p=67}}</ref> কোম্পানি শাসনের প্রথম ৭৫ বছর এই ধরনের সমর্থন আসে দেশীয় রাজ্যগুলির সঙ্গে ''সাবসিডারি অ্যালায়েন্স''-এর থেকে।<ref name="brown-p67"/> ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে এই অঞ্চলগুলি ভারতের এক-তৃতীয়াংশ নিয়ে প্রসারিত ছিল।<ref name="brown-p67"/> নিজের অঞ্চল রক্ষা করতে সক্ষম কোনো দেশীয় রাজা যখন এই ধরনের জোটে আগ্রহী হতেন তখন কোম্পানি পরোক্ষ শাসনের সুলভ পদ্ধতি হিসেবে তাকে স্বাগত জানাতো। কারণ এর ফলে প্রত্যক্ষ প্রশাসনের অর্থনৈতিক ব্যয়বরাদ্দ বা বিদেশি প্রজা পালনের রাজনৈতিক খরচাপাতি কোম্পানিকে বহন করতে হত না।<ref name=brown-68>{{Harvnb|Brown|1994|p=68}}</ref> পরিবর্তে কোম্পানিও এই সকল অধীনস্থ রাজ্যের প্রতিরক্ষার দিকটি দেখত এবং শাসকদের সনাতন পন্থায় সম্মান প্রদর্শন করত।<ref name=brown-68/> হিন্দু [[মহারাজা]] ও মুসলমান [[নবাব|নবাবদের]] [[দেশীয় রাজ্য|দেশীয় রাজ্যগুলিকে]] নিয়ে এই সহকারী শক্তিজোট তৈরি হয়েছিল। এই সব দেশীয় রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: [[কোচিন রাজ্য|কোচিন]] (১৭৯১), [[জয়পুর রাজ্য|জয়পুর]] (১৭৯৪), [[ত্রিবাঙ্কুর]] (১৭৯৫), [[হায়দ্রাবাদ রাজ্য|হায়দ্রাবাদ]] (১৭৯৮), [[মহীশূর রাজ্য|মহীশূর]] (১৭৯৯), [[কিস-শতদ্রু রাজ্যসমূহ|কিস-শতদ্রু পার্বত্য রাজ্যসমূহ]] (১৮১৫), [[সেন্ট্রাল ইন্ডিয়া এজেন্সি]] (১৮১৯), কচ্ছ ও গুজরাট গাইকওয়াড় অঞ্চলসমূহ (১৮১৯), [[রাজপুতানা]] (১৮১৮) ও [[ভাওয়ালপুর (দেশীয় রাজ্য)|ভাওয়ালপুর]] (১৮৩৩)।<ref name=ludden-expansion>{{Harvnb|Ludden|2002|p=133}}</ref>
<!--The East India Company also concluded treaties with various Afghan rulers and with [[Ranjit Singh]] of the Punjab, to counterbalance Russia's support of [[Iran|Persian]] plans in western [[Afghanistan]]. In 1839 the Company's actions the [[First Anglo-Afghan War|First Afghan War]] (1839-42). However, as the British expanded their territory in India, so did [[Russia]] in [[Central Asia]], with the taking of [[Bukhara]] and [[Samarkand]] in 1863 and 1868 respectively, thereby setting the stage for the [[Great Game]] of [[Central Asia]].<ref>{{Harvnb|Ludden|2002|p=135}}</ref>-->
 
== গভর্নর-জেনারেল ==
{{Colonial India}}
(যে সকল গভর্নর-জেনারেলের (অস্থায়ী) শাসনকালে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেনি, তাঁদের নিম্নলিখিত তালিকার বাইরে রাখা হয়েছে।)
{| class=wikitable
|- valign=bottom
! গভর্নর-জেনারেল !! শাসনকাল!! ঘটনাবলি
|-
| [[ওয়ারেন হেস্টিংস]]|| ২০ অক্টোবর, ১৭৭৩–১ ফেব্রুয়ারি, ১৭৮৫|| [[ছিয়াত্তরের মন্বন্তর]] (১৭৬৯-৭৩)<br>[[রোহিলা যুদ্ধ]] (১৭৭৩-৭৪) <br> [[প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ]] (১৭৭৩-৮৩)<br>[[চালিসা মন্বন্তর|''চালিসা'' মন্বন্তর]] (১৭৮৩-৮৪)<br>
[[দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ]] (১৭৮০-৮৪)
|-
| [[চার্লস কর্নওয়ালিস, ১ম মার্কুইস কর্নওয়ালিস|চার্লস কর্নওয়ালিস]]|| ১২ সেপ্টেম্বর, ১৭৮৬–২৮ অক্টোবর, ১৭৯৩ || [[চিরস্থায়ী বন্দোবস্ত]] <br>[[তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ]] (১৭৮৯-৯২) <br> [[দোজি বরা মন্বন্তর|''দোজি বরা'' মন্বন্তর]] (১৭৯১-৯২)
|-
| [[জন শোর, ১ম ব্যারন টেইনমাউথ|জন শোর]] || ২৮ অক্টোবর, ১৭৯৩–মার্চ ১৭৯৮|| [[ভারতে কোম্পানি শাসন#সেনাবাহিনী ও সিভিল সার্ভিস|ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্মি]] পুনর্গঠিত হয় এবং এর ব্যয়সংকোচ করা হয়।
|-
| [[রিচার্ড ওয়েলেসলি, ১ম মার্কুইস ওয়েলেসলি|রিচার্ড ওয়েলেসলি]]|| ১৮ মে, ১৭৯৮–৩০ জুলাই, ১৮০৫|| [[চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ]] (১৭৯৮-৯৯)<br>
[[অযোধ্যার নবাব]] [[গোরখপুর বিভাগ|গোরখপুর]] ও [[বেরিলি বিভাগ|বেরিলি]] বিভাগ; [[এলাহাবাদ জেলা|এলাহাবাদ]], [[ফতেহপুর জেলা|ফতেহপুর]], [[কানপুর জেলা|কানপুর]], [[এটাওয়া জেলা|এটাওয়া]], [[মণিপুরি জেলা|মণিপুরী]], [[এটাহ জেলা|এটাহ]] জেলা; [[মির্জাপুর জেলা|মির্জাপুরের]] অংশবিশেষ; এবং [[কুমায়ুন|কুমায়ুনের]] "তরাই" প্রত্যর্পণ করেন ("প্রত্যর্পিত প্রদেশ", ১৮০১)
<br>
[[দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ]] (১৮০৩-০৫) <br>
[[দোয়াব|দোয়াবের]] অবশিষ্টাংশ ও [[আগ্রা বিভাগ]], [[বুন্দেলখণ্ড|বুন্দেলখণ্ডের]] অংশবিশেষ [[মারাঠা সাম্রাজ্য]] থেকে অধিগৃহীত হয় (১৮০৫)।
<br> [[প্রত্যর্পিত ও বিজিত প্রদেশসমূহ]] প্রতিষ্ঠিত হয় (১৮০৫)।
|-
| [[চার্লস কর্নওয়ালিস, ১ম মার্কুইস কর্নওয়ালিস|চার্লস কর্নওয়ালিস]] (দ্বিতীয়বার) || ৩০ জুলাই, ১৮০৫–৫ অক্টোবর, ১৮০৫ || ব্যয়বহুল যুদ্ধাভিযানের পর কোম্পানিতে আর্থিক চাপ <br> শান্তি স্থাপনের প্রচেষ্টায় কর্নওয়ালিসকে পুনর্বহাল করা হয়। কিন্তু তিনি [[গাজিপুর|গাজিপুরে]] মারা যান।
|-
| [[জর্জ হিলারিও বার্লো]] (অস্থায়ী) || ১০ অক্টোবর, ১৮০৫–৩১ জুলাই, ১৮০৭ || [[ভেলোর বিদ্রোহ]] (১০ জুলাই, ১৮০৬)
|-
| [[গিলবার্ট ইলিয়ট-মুরে-কিনিনমন্ড, ১ম আর্ল অফ মিন্টো|লর্ড মিন্টো]] || ৩১ জুলাই, ১৮০৭ –৪ অক্টোবর, ১৮১৩|| [[স্টামফোর্ড রাফেলস#জাভা|জাভা আক্রমণ]]<br>[[মরিশাসের ইতিহাস#ব্রিটিশ শাসন |মরিশাস দখল]]
|-
| [[ফ্রান্সিস রডেন-হেস্টিংস, ১ম মার্কুইস অফ হেস্টিংস|মার্কুইস অফ হেস্টিংস]] || ৪ অক্টোবর, ১৮১৩ –৯ জানুয়ারি, ১৮২৩ || [[১৮১৪ সালে ইঙ্গ-নেপাল যুদ্ধ]] <br> [[কুমায়ুন বিভাগ|কুমায়ুন]], [[গাড়ওয়াল রাজ্য|গাড়ওয়াল]] ও পূর্ব [[সিক্কিম]] অধিগ্রহণ। <br> [[তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ]] (১৮১৭-১৮১৮) <br> [[রাজপুতানা এজেন্সি|রাজপুতানা রাজ্যসমূহ]] ব্রিটিশ আধিপত্য স্বীকার করে নেয় (১৮১৭)।
|-
| [[উইলিয়াম পিট আমহার্স্ট, ১ম আর্ল আমহার্স্ট|লর্ড আমহার্স্ট]]|| ১ অগস্ট, ১৮২৩–১৩ মার্চ, ১৮২৮|| [[প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ]] (১৮২৩-২৬)<br> [[আসাম]], [[মণিপুর]] এবং [[ব্রহ্মদেশ|ব্রহ্মদেশের]] থেকে [[রাখাইন রাজ্য|আরাকান]] ও [[টেনাসেরিম]] অধিগ্রহণ।
|-
| [[লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক|উইলিয়াম বেন্টিঙ্ক]] || ৪ জুলাই, ১৮২৮–২০ মার্চ, ১৮৩৫|| সতীদাহ প্রথা#ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয় উপনিবেশে|সতীদাহ প্রথা রদ]] (১৮২৯) <br> [[ঠগী]] দমন (১৮২৬-৩৫) <br> [[মহীশূর রাজ্য]] ব্রিটিশ প্রশাসনের অধীনস্থ হয় (১৮৩১-১৮৮১)<br> [[কুর্গ]] অধিগৃহীত হয় (১৮৩৪)।
|-
| [[জর্জ ইডেন, ১ম আর্ল অফ অকল্যান্ড|লর্ড অকল্যান্ড]]||৪ মার্চ, ১৮৩৬–২৮ ফেব্রুয়ারি, ১৮৪২ || [[উত্তর-পশ্চিম প্রদেশ]] প্রতিষ্ঠিত হয় (১৮৩৬) <br> [[১৮৩৭-৩৮ সালের আগ্রা মন্বন্তর]] <br> [[প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ]] (১৮৩৯-১৮৪২) <br> [[এলফিনস্টোন বাহিনী গণহত্যা]] (১৮৪২)
|-
| [[এডওয়ার্ড ল, ১ম আর্ল অফ এলেনবরো|লর্ড এলেনবরো]]|| ২৮ ফেব্রুয়ারি, ১৮৪২–জুন, ১৮৪৪ || [[প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ]] (১৮৩৯-১৮৪২) <br> [[সিন্ধের ইতিহাস#ঔপনিবেশিক যুগ|সিন্ধ অধিগ্রহণ]] (১৮৪৩) <br> [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতে]] [[ভারতে দাসপ্রথা|দাসপ্রথা]] বিলোপ (১৮৪৩)
|-
| [[হেনরি হার্ডিঞ্জ, ১ম ভিসকাউন্ট হার্ডিঞ্জ|হেনরি হার্ডিঞ্জ]] || ২৩ জুলাই, ১৮৪৪–১২ জানুয়ারি, ১৮৪৮ || [[প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ]] (১৮৪৫-৪৬) <br> [[লাহোর চুক্তি]] (১৮৪৬) অনুযায়ী, শিখেরা [[জলন্ধর দোয়াব]], [[হাজারা, পাকিস্তান|হাজারা]] ও [[কাশ্মীর]] ব্রিটিশদের প্রত্যর্পণ করে।<br> [[অমৃতসর চুক্তি]] (১৮৪৬) অনুযায়ী, [[কাশ্মীর]] [[জম্মু|জম্মুর]] রাজা [[গুলাব সিং|গুলাব সিংকে]] বিক্রয় করে দেওয়া হয়।
|-
| [[জেমস ব্রন-রামসে, প্রথম মার্কুইস অফ ডালহৌসি|মার্কুইস অফ ডালহৌসি]]|| ১২ জানুয়ারি, ১৮৪৮–২৮ ফেব্রুয়ারি, ১৮৫৬ ||[[দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ]] (১৮৪৮-৪৯) <br> পাঞ্জাব ও [[উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ]] অধিগ্রহণ (১৮৪৯)<br> [[ভারতীয় রেল|ভারতীয় রেলের]] নির্মাণকার্যের সূচনা (১৮৫০) <br> ভারতে প্রথম [[ভারতের যোগাযোগ ব্যবস্থা#টেলিগ্রাফের সূচনা|টেলিগ্রাফ লাইন]] স্থাপন (১৮৫১)<br> [[দ্বিতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ]] (১৮৫২-৫৩) <br> [[নিম্ন ব্রহ্মদেশ]] অধিগ্রহণ <br> [[গঙ্গা খাল]] চালু (১৮৫৪)<br>
[[স্বত্ববিলোপ নীতি]] অনুযায়ী, [[সাতারা]], [[নাগপুর]] ও [[ঝাঁসি]] অধিগ্রহণ। <br> [[বেরার প্রদেশ|বেরার]] ও [[অযোধ্যা]] অধিগ্রহণ।
|-
| [[চার্লস ক্যানিং, ১ম আর্ল ক্যানিং|চার্লস ক্যানিং]]||২৮ ফেব্রুয়ারি, ১৮৫৬–১ নভেম্বর, ১৮৫৮ ||[[বিধবাবিবাহ আইন]] (২৫ জুলাই, ১৮৫৬)<br> প্রথম [[ভারতের শিক্ষাব্যবস্থা|আধুনিক ভারতীয় বিশ্ববিদ্যালয়সমূহের]] প্রতিষ্ঠা (জানুয়ারি-সেপ্টেম্বর, ১৮৫৭) <br>[[১৮৫৭ সালের মহাবিদ্রোহ]] (১০ মে, ১৮৫৭–২০ জুন, ১৮৫৮) (প্রধানত [[উত্তর-পশ্চিম প্রদেশ]] ও [[অযোধ্যা|অযোধ্যায়]] <br> [[ভারত শাসন আইন, ১৮৫৮]] অনুযায়ী [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি|ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির]] শাসনবিলোপ।
|}
 
==আরও দেখুন==