টোপর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎ব্যবহার: তথ্যসংশোধন ও অন্নপ্রাশনের তথ্যযোগ
৬ নং লাইন:
 
== ব্যবহার ==
বিবাহ উপলক্ষ্যে টোপর পরিধান একটি প্রাচীন ঐতিহ্যবাহী প্রথা। হিন্দু বিশ্বাস অনুযায়ী, টোপর সৌভাগ্য এনে দেয়। সাধারণত কনের বাড়ি থেকে টোপর পাঠানো হয় বরের বাড়িতে। বিবাহ অনুষ্ঠানের পূর্বে বর টোপর মাথায় দিয়ে [[ছাদনাতলা|ছাদনাতলায়]] উপস্থিত হয়।
 
বিবাহ ছাড়াও অন্নপ্রাশন অনুষ্ঠানেও টোপরের প্রচলন রয়েছে। অন্নপ্রাশন উপলক্ষ্যে শিশুকে বরের সাজে সাজানো হয় এবং তার মাথায় টোপর পরানো হয়। এই টোপর শোলানির্মিত হলেও স্বাভাবিক কারণেই বিবাহের টোপরের থেকে আকারে ছোটো হয়।<ref>''বাংলার লোকসংস্কৃতির বিশ্বকোষ'', পৃ. ২৩০</ref>
টোপর হিন্দু বিবাহরীতির একটি অন্যতম অনুসঙ্গ। টোপর শোলার মাধ্যমে তৈরি, যা সৌভাগ্য আনয়ন করে বলে বিশ্বাস করা হয়। ঐতিহ্যগতভাবে, বর, কনের পিতামাতার কাছ থেকে টোপর গ্রহণ করেন। আরও সুনিশ্চিত করে বলতে গেলে বরের শ্বশুরই বরকে টোপর পরিয়ে দেন। মূল বিবাহ কার্যক্রম শুরুর পূর্বেই টোপর পরিধান করা হয়।<ref name='Topor'/>
 
== সামাজিক আবেগ ও রীতি ==
'https://bn.wikipedia.org/wiki/টোপর' থেকে আনীত