অনিরুদ্ধ (পৌরাণিক চরিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী যোগকরণ + সাধারণ সম্পাদনা
১ নং লাইন:
'''অনিরুদ্ধ''' ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র এবং [[প্রদুম্ন]] ও সুন্দরী দম্পত্তির পুত্র। অনিরুদ্ধ ছিলেন সুপুরুষ ও আকর্ষর্ণীয ব্যক্তিত্ব।
 
==নামকরণ==
যুদ্ধে কেউই তার গতিরোধ করতে পারতো না বলেই তার নামকরণ হয়েছে '''অনিরুদ্ধ'''। এছাড়াও, তিনি [[''ঝাসঙ্ক]]''[[''ঊষাপতি]]'' নামেও পরিচিত ছিলেন। অনিরুদ্ধ ছিলেন সুপুরুষ ও আকর্ষর্ণীয ব্যক্তিত্ব।
 
==বিবাহ ও সংসার==
ভোজকটের রাজা [[রুক্মী]]’র পৌত্রী [[সুভদ্রা]]’র সাথে অনিরুদ্ধের প্রথম বিয়ে হয়। তিনি পরে শোণিতপুরের রাজা বাণদৈত্যের পরম রূপবতী কন্যা ঊষা’রঊষার পাণিগ্রহণ করেন। পরবর্তীতে অনিরুদ্ধ-উষা’রউষার সংসারে [[বজ্র]] নামে এক পুত্রের জন্ম হয়।
 
==ঊষা’রঊষার সাথে পরিচয়==
[[ঊষা]] ছিলেন একজন অপ্সরা, তিলোত্তমা। [[পার্বতী]]’র বরে ঊষা স্বপ্নে অনিরুদ্ধকে দেখে প্রিয় সখী [[চিত্রলেখা]]’র সহায়তায় দেবর্ষী [[নারদ]] প্রদত্ত মায়া বিদ্যার প্রভাবে শোণিতপুরে অবস্থিত নিজ প্রাসাদে নিয়ে আসেন। নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা প্রাসাদে তারা একত্রে দিনের পর দিন অতিবাহিত করলেন। অতঃপর প্রণয়ে আসক্ত ঊষা অনিরুদ্ধকে গান্ধর্ব বিবাহের মাধ্যমে পতিত্বে বরণ করেন। কিন্তু অবিবাহিতা ঊষা’রঊষার শারীরিক পরিবর্তনের সংবাদ বাণাসুরের কানে আসলে তিনি তাদেরকে প্রাসাদে একত্রে দেখতে পান। [[বাণ]] রাজার চোখে দম্পতি হিসেবে অনিরুদ্ধ-ঊষাকে বেশ মানানসই মনে হলেও পারিবারিক সম্মান রক্ষার্থে প্রচণ্ড ক্ষুদ্ধ হন।
 
==বাণদৈত্যের সাথে যুদ্ধ==
অনিরুদ্ধকে ঊষা’রঊষার ঘরে একত্রে দেখতে পেয়ে বাণ রাজা অতিশয় ক্রুদ্ধ হন ও তাকে হত্যা করার উদ্দেশ্যে একদল সৈন্য প্রেরণ করেন। অনিরুদ্ধ একটি অদৃশ্য বড় লোহার রড দিয়ে সমস্ত দৈত্য সেনাদের হত্যা করেন। পরে অবস্থা বেগতিক দেখে বাণ রাজা ঐন্দ্রজালিক মায়া বিস্তার করে কৃষ্ণপৌত্র অনিরুদ্ধকে নাগপাশে বেধে ফেলেন। অনিরুদ্ধ বন্দী হয়েছেন শুনে বাণ কন্যা ও অনিরুদ্ধ প্রেয়সী ঊষা অতি উচ্চস্বরে কাঁদতে লাগলেন। তাকে প্রাণনাশ উদ্যত হলে চিত্রলেখা’র পিতা ও ধর্মপরায়ণ মন্ত্রী [[কুষ্মাণ্ড]] বাণদৈত্যকে এ মহাপাপ কাজ করা থেকে অতি কষ্টে নিবারণ করেন।
 
==উদ্ধার পেলেন অনিরুদ্ধ==
২০ নং লাইন:
 
==তথ্যসূত্র==
* http://en.wikipedia.org/wiki/
* http://www.krsnabook.com/ch62.html
* http://www.sagarworld.com/krishnaworld/characters/aniruddha.htm
* http://www.mythfolklore.net/india/encyclopedia/aniruddha.htm
 
[[বিষয়শ্রেণী:হিন্দু পুরাণ]]
[[বিষয়শ্রেণী:পুরাণ]]