টোপর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র যোগ
২৪ নং লাইন:
 
== ইতিহাস ==
 
টোপরের ইতিহাস অত্যন্তু পুরোনো। মানুষের মুখে মুখে প্রচলিত একটি কিংবদন্তিকে এর উৎপত্তির ইতিহাস হিসেবে ধারণা করা হয়। কিংবদন্তিটিতে দেখা যায়, দেবতা [[শিব]] বিয়ের জন্য একটি বিশেষ মুকুট পরিধানের ইচ্ছা পোষণ করেন ও [[বিশভাকর্ম|বিশভাকর্মকে]] তা বানানোর দায়িত্ব প্রদান করেন। বিশভাকর্ম ছিলেন ঈশ্বরের শিল্পী, যিনি এই মস্তকাবরণী তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত হন। কিন্তু বিশভাকর্ম শুধুমাত্র শক্ত পদার্থ ব্যবহার করে শিল্পকর্ম তৈরিতে পারদর্শী ছিলেন, তাই তিনি শিবের চাহিদা পূরণে ব্যর্থ হন। অতঃপর শিবের নির্দেশে [[মালাকার]] নামক একজন ব্যক্তি সেই অঞ্চলে আবির্ভূত হন। তাঁকে শিবের জন্য মুকুট নির্মাণের দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে মালাকার জলাঞ্চলে প্রাপ্ত শোলা দ্বারা শিবের জন্য টোপর নির্মাণ করেন। মালাকারের কাজে সন্তুষ্ট হয়ে শিব তাঁকে ব্যক্তিগত হস্তশিল্পী হিসেবে নিয়োগ দেন।<ref name='Topor'> {{cite web | url = http://fancyweddingattire.com/category/article-pages/multicultural-wedding-clothing/hindu-wedding-attire/topor/ | title = Topor: Traditional Headgear for the Hindu Groom | accessdate = ১৯ নভেম্বর, ২০১০}}</ref>
 
== প্রয়োজনীয়তা ==
 
টোপর হিন্দু বিবাহরীতির একটি অন্যতম অনুসঙ্গ। টোপর শোলার মাধ্যমে তৈরি, যা সৌভাগ্য আনয়ন করে বলে বিশ্বাস করা হয়। ঐতিহ্যগতভাবে, বর, কনের পিতামাতার কাছ থেকে টোপর গ্রহণ করেন। আরও সুনিশ্চিত করে বলতে গেলে বরের শ্বশুরই বরকে টোপর পরিয়ে দেন। মূল বিবাহ কার্যক্রম শুরুর পূর্বেই টোপর পরিধান করা হয়।<ref name='Topor'/>
 
== সামাজিক আবেগ ==
'https://bn.wikipedia.org/wiki/টোপর' থেকে আনীত