জেনারেল পোস্ট অফিস, কলকাতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১৭ নং লাইন:
}}
'''জেনারেল পোস্ট অফিস, কলকাতা''' বা '''জিপিও''' হল [[কলকাতা|কলকাতার]] কেন্দ্রীয় এবং [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] প্রধান ডাকঘর। এই ডাকঘরের মাধ্যমেই যাবতীয় চিঠিপত্র ও পার্সেল শহরে আনানেওয়া করা হয়। মধ্য কলকাতার [[বিনয়-বাদল-দীনেশ বাগ]] অঞ্চলে অবস্থিত এই ডাকঘরের মনোরম স্থাপত্যশৈলী এটিকে কলকাতার অন্যতম দ্রষ্টব্য স্থানের মর্যাদা দিয়েছে।
 
১৮৬৮ সালে পুরনো [[ফোর্ট উইলিয়াম, কলকাতা|ফোর্ট উইলিয়াম দুর্গের]] একাংশে এই ডাকঘরটি স্থাপিত হয়।<ref name = rathinmitra>''কলকাতা: একাল ও সেকাল'', রথীন মিত্র, আনন্দ পাবলিশার্স, কলকাতা, ১৯৯৯ মুদ্রণ, পৃ. ৩১</ref> পূর্বে পুরনো কেল্লার অবস্থান নির্দেশ করে এখানে একটি পিতলের পাত বসানো থাকত।<ref>''কলকাতা: এক পূর্ণাঙ্গ ইতিহাস'', অতুল সুর, জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স প্রাঃ লিঃ, কলকাতা, ১৯৮১, পৃ. ২৮৮</ref> ভারত সরকারের স্থপতি ওয়ালটার বি. গ্রেনভিলের নকশা অনুযায়ী ম্যাকিনটশ বার্ন এই ভবনটি নির্মাণ করে।<ref name = rathinmitra/> বর্তমানে এখানে একটি ডাক সংগ্রহশালা ও ডাকটিকিট সংগ্রহের লাইব্রেরিও আছে।<ref name = rathinmitra/>
 
==পাদটীকা ==
{{reflist}}