দ্য বিটল্‌স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে: তরুন > তরুণ, বা তরুনী > তরুণী
MerlLinkBot (আলোচনা | অবদান)
Bot: repairing outdated link allmusic.com
২৫ নং লাইন:
 
== ১৯৫৭-৬০: গঠন ==
১৯৫৭ সালের মার্চে [[লিভারপুল|লিভারপুলের]] কুয়েরি ব্যাংক গ্রামার স্কুলে পড়াকালীন সময়ে জন লেনন [[দ্য কোয়ারিমমেন]] নামে একটি দল গঠন করেন।<ref>[http://www.allmusic.com/cgartist/amg.dll?p=amg&sql=11:995j8qmtbtn4p3644 AMG biography] Retrieved: 29 January 2007 </ref> [[১৯৫৭]] সালের [[৬ জুলাই]] সেইন্ট পিটার্স চার্চের উল্টন গার্ডেনে লেননের সাথে পল ম্যাককার্টনির সাক্ষাৎ হয় এবং এর কিছুদিন পর তাকে ব্যান্ডে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়।<ref name="SpitzPage93"> Spitz 2005. p93</ref> [[১৯৫৮]] সালের [[৬ ফেব্রুয়ারি]] তরুণ গিটারিস্ট জর্জ হ্যারিসনকে লিভারপুলের উইন্সটন হলে দলটির শো দেখতে আমন্ত্রণ জানানো হয়।<ref>Ray O'Brien, ''There are Places I'll Remember: Volume 1'', 2001</ref> ম্যাককার্টনি ও হ্যারিসন ছিলেন একই এলাকার বাসিন্দা। [[লিভারপুল ইনস্টিটিউট]] থেকে ফেরার সময় তারা পরিচিত হন এবং ম্যাককার্টনির অনুরোধে জর্জ হ্যারিসন লিড গিটারিস্ট হিসেবে দ্য কোয়ারিমেন দলে যোগ দেন।<ref name="MilesPage47"> Miles 1998. p47</ref> লেনন শুরুতে কম বয়স্ক হবার কারণে হ্যারিসনকে নিতে না চাইলেও ১৯৫৮ সালের মার্চে দলের সাথে মহড়ার পর তিনি সন্তুষ্ট হন।<ref name=" SpitzPage126-127"> Spitz 2005. pp126–127</ref> সে সময় নিয়মিত সদস্য যোগ দিয়েছেন আবার বেরিয়েও গেছেন। ১৯৬০ সালের জানুয়ারিতে লেননের ক্লেজ জীবনের বন্ধু [[স্টুয়ার্ট সাটক্লিফ]] ব্যাস গিটারিস্ট হিসেবে যোগ দেন।<ref name="MilesPage50"> Miles 1998. p50</ref> লেনন ও ম্যাককার্টনি উভয়েই রিদম গিটার বাজাতেন। দলে ড্রামারের সঙ্কট ছিল।
 
কোয়ারিমেন ব্যান্ডের নাম বেশ কয়েকবার পরিবর্তন করা হয় — "জনি অ্যান্ড দ্য মুনডগস", "লং জন অ্যান্ড দ্য বিটল্‌স", "দ্য সিলভার বিটল্‌স" — এবং শেষ পর্যন্ত ১৯৬০ সালের আগস্ট মাসে "দ্য বিটল্‌স" নামটি স্বীকৃতি পায়। ব্যান্ডের নাম ও নামের বানান নিয়ে বেশ কয়েকটি মতবাদ প্রচলিত রয়েছে। তবে সাধারণত লেননকেই নামকরনের কৃতিত্ব দেয়া হয়, যিনি বলেছিলেন নামটি ''বিটল'' (beetle) পোকা (বাডি হলির '''দ্য ক্রিকেটস''' নামে ব্যান্ড ছিল) ও ''বিট'' (beat) এর মিলনে তৈরি করা হয়েছে। [[সিনথিয়া লেনন|সিনথিয়া লেননের]] মতে বিটল্‌স নামটি রর্যাাভেনশ হল বারের বিয়ার-পূর্ণ টেবিলে মাথা খাটিয়ে তৈরি করা হয়েছে।<ref name=" CynthiaJohnp65"> Cynthia Lennon – “John” 2006. p65</ref> লেনন যিনি একই ঘটনার বিভিন্ন কাহিনী বলার জন্য বিখ্যাত, ১৯৬১ সালে মার্সি বিট ম্যাগাজিনকে বলেন, স্বপ্নে একটি মানুষ জলন্ত পাই নিয়ে তাদের কাছে আসে এবং বলে যে আজকে থেকে তারা এ বানানের বিটল্‌স।<ref>[[Hunter Davies|Davies, Hunter]]. ''The Beatles'' (1981 edition)</ref> ২০০১ সালে এক সাক্ষাৎকারে পল ম্যাককার্টনি নামের বিদঘুটের বানানের কৃতিত্ব নিজের বলে দাবি করেন। তিনি বলেন, জন বিটল্‌স (beetles) নামের প্রস্তাব করেছিল, তখন আমি বলি বিটল্‌স (beatles) হলে কেমন হয়? কারণ আমি ড্রামের বিট পছন্দ করি। তখন সবাই এটি বেশ পছন্দ করে।<ref name=" OBrienp22"> Ray O'Brien – ''There Are Places I'll Remember: The "Beatles" Early Venues in and Around Merseyside'' London, 2001. p22</ref>