লর্ড ভলডেমর্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
SieBot (আলোচনা | অবদান)
রোবট পরিবর্তন সাধন করছে: pt:Tom Servolo Riddle
Xqbot (আলোচনা | অবদান)
রোবট পরিবর্তন সাধন করছে: nl:Voldemort; cosmetic changes
১১ নং লাইন:
পুরো সিরিজ জুড়ে ভলডেমর্ট [[হ্যারি পটার|হ্যারি পটারের]] প্রধান শত্রু। কারণ, একটি প্রফেসির মতে, কেবলমাত্র হ্যারি পটারই তাকে পরাজিত করতে সক্ষম। ভলডেমর্ট শুধুমাত্র জাদুকরদের উপরই নয়, বরং মাগলদের উপরও তার কর্তৃত্ব স্থাপনে আগ্রহী। বেশিরভাগ মানুষ তাকে এতটাই ভয় পায় যে, তার নাম পর্যন্ত মুখে আনতে সাহস পায় না। বিকল্প হিসেবে তাকে 'ইউ-নো-হু' (You-Know-Who) বা 'হি-হু-মাস্ট-নট-বি-নেইমড' (He-Who-Must-Not-Be-Named) নামে ডাকে। এমনকি তার অনুসারীরাও তাকে 'ডার্ক লর্ড' নামে সম্বোধন করে। ভলডেমর্টের প্রকৃত নাম '''টম মারভোলো রিডল'''। সে [[হগওয়ার্টস]] এর অন্যতম প্রতিষ্ঠাতা [[হ্যারি পটার বইয়ে উল্লিখিত চরিত্র#স|সালাজার স্লিদারিনের]] শেষ উত্তরাধিকারী।
 
== চারিত্রিক বিকাশ ==
১৯৯৯ সালে এক সাক্ষাৎকারে রাউলিং বলেন, সিরিজের প্রধান চরিত্র [[হ্যারি পটার|হ্যারি পটারের]] শত্রু হিসেবেই ভলডেমর্টকে তিনি সৃষ্টি করেছেন। তার মতে, "এই সিরিজের মূল ধারণা ছিল হ্যারি একজন জাদুকর, কিন্তু সে তা জানত না। সুতরাং আমি এ নিয়ে ভাবতে থাকলাম, কেন সে তা জানত না। যখন হ্যারির বয়স এক বছর ছিল, তখন শতবছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুকর তাকে হত্যা করার চেষ্টা করেছিল। প্রথমে সে হ্যারির বাবা মাকে হত্যা করে, এবং তারপর সে হ্যারির দিকে অগ্রসর হয় এবং তার উপর মৃত্যুশাপ প্রয়োগ করার চেষ্টা করে। কিন্তু কোন এক রহস্যময় কারণে শাপটি হ্যারির উপর কাজ করে নি। তবে এই আক্রমণের চিহ্ন হিসেবে তার কপালে বিদ্যুৎ চমকানো আকৃতির একটি কাটা দাগ থেকে যায়। আর শাপটি বুমেরাং হয়ে সেই কালো জাদুকরকে আঘাত করে। এরপর থেকে সেই জাদুকরটিকে আর দেখা যায় নি।"
 
২৫ নং লাইন:
|url = http://books.google.com/books?id=qQYfoV62d30C&printsec=frontcover&dq=J.K.+Rowling%27s+Harry+Potter+novels#PPA16,M1 }}</ref>
 
== চলচ্চিত্রে রূপায়ন ==
ভলডেমর্ট সিরিজের তৃতীয় চলচ্চিত্র ''প্রিজনার অফ আজকাবান'' ব্যতীত প্রত্যেকটি চলচ্চিত্রে উপস্থিত হয়েছে। ভলডেমর্টের বিভিন্ন অবস্থা ও বয়সের প্রেক্ষাপটে ছয়জন অভিনেতা এই চরিত্রে অভিনয় করেছেন।
 
৩২ নং লাইন:
''হাফ-ব্লাড প্রিন্সে'' ফাইনেসের ভাইপো [[হ্যারি পটার চলচ্চিত্র সিরিজের কুশীলবদের তালিকা|হিরো ফাইনেস-টিফিন]] ১১ বছর বয়স্ক এবং অভিনেতা [[হ্যারি পটার চলচ্চিত্র সিরিজের কুশীলবদের তালিকা|ফ্র্যাঙ্ক ডিলানে]] ১৬ বছর বয়স্ক ভলডেমর্টের ভূমিকায় অভিনয় করে।
 
== তথ্যসূত্র ==
{{reflist|2}}
 
== বহিঃসংযোগ ==
* [http://www.hp-lexicon.org/wizards/voldemort.html লর্ড ভোলডেমর্ট] at Harry Potter Lexicon
{{টেমপ্লেট:হ্যারি পটার}}
 
[[বিষয়শ্রেণী:হ্যারি পটারের চরিত্র]]
[[বিষয়শ্রেণী:কাল্পনিক চরিত্র]]
 
{{Link FA|ar}}
 
৭৭ ⟶ ৭৯ নং লাইন:
[[mr:टॉम रिडल]]
[[ms:Lord Voldemort]]
[[nl:Heer Voldemort]]
[[nn:Lord Voldemort]]
[[no:Voldemort]]