দক্ষিণেশ্বর কালীবাড়ি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৮ নং লাইন:
|location = [[দক্ষিণেশ্বর]], [[কামারহাটি]], [[উত্তর ২৪ পরগনা জেলা]]
}}
'''দক্ষিণেশ্বর কালীবাড়ি''' [[কলকাতা|কলকাতার]] নিকটে [[হুগলি নদী|হুগলি নদীর]] তীরে অবস্থিত একটি [[পশ্চিমবঙ্গের কালীমন্দিরগুলির তালিকা|কালীমন্দির]]। এটি [[উত্তর চব্বিশ পরগনা জেলা|উত্তর চব্বিশ পরগনা জেলার]] [[কামারহাটি]] শহরের দক্ষিণেশ্বরে অবস্থিত। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী কালী "ভবতারিণী" নামে পরিচিত। ১৮৫৫ সালে প্রসিদ্ধ মানবদরদী [[জমিদার]] [[রাণী রাসমণি]] এই মন্দির প্রতিষ্ঠা করেন। ঊনবিংশ শতাব্দীর প্রসিদ্ধ ধর্মগুরু [[রামকৃষ্ণ পরমহংস]] এই মন্দিরেই বাস করতেন।
 
মূল নবরত্ন মন্দিরটি ছাড়াও মন্দির চত্বরে মূল মন্দিরটিকে ঘিরে রয়েছে একটি সুপ্রশস্ত দালান। এই দালানের প্রাচীর সংলগ্ন কয়েকটি কক্ষও আছে। নদীর তীর বরাবর রয়েছে দ্বাদশ শিবমন্দির নামে কথিত বারোটি শিবমন্দির। রয়েছে নাটমন্দির, একটি [[রাধা]]-[[কৃষ্ণ]] মন্দির, একটি ঘাট, বইয়ের দোকান, রানি রাসমণির মন্দির ও নহবতখানা। সর্বশেষ শিবমন্দিরটির ঠিক পাশেই মন্দির-চত্বরের উত্তর-পশ্চিম কোণে একটি কক্ষে [[রামকৃষ্ণ পরমহংস]] তাঁর জীবনের এক সুদীর্ঘ অংশ অতিবাহিত করেন।