বের্টল্ট ব্রেখট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
TXiKiBoT (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: war:Bertolt Brecht
Xqbot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: mrj:Брехт, Бертольт; cosmetic changes
১ নং লাইন:
[[Imageচিত্র:Cremer Brecht 2006.jpg|300px|thumb|বার্লিনে ব্রেশ্‌টের মূর্তি]]'''বের্টোল্ট ব্রেশ্‌ট''' ({{অডিও|Bertolt_Brecht.ogg|উচ্চারণ}}, [[জার্মান ভাষা|জার্মান ভাষায়]]: Bertolt Brecht ''বেয়াটোল্ট্‌ ব্রেশ্‌ট্‌'', জন্মনাম: Eugen Berthold Friedrich Brecht, ''অইগেন্‌ বেয়াটোল্ট্‌ ফ্রিড্‌রিশ্‌ ব্রেশ্‌ট্‌''‌) ([[১০ই ফেব্রুয়ারি]], [[১৮৯৮]], [[আউগ্‌সবুর্গ]], [[বায়ার্ন]], [[জার্মানি]] - [[১৪ই আগস্ট]], [[১৯৫৬]], [[বার্লিন]]) একজন বিখ্যাত জার্মান কবি, নাট্যকার ও মঞ্চ পরিচালক।
 
== জীবন ==
ব্রেশ্‌ট জার্মানির বায়ার্ন রাজ্যে জন্ম নেন। জীবনের প্রথম ২৫ বছর তিনি সেখানেই কাটান। তার প্রথমদিককার সাহিত্য এখানেই প্রকাশিত হয়। ১৯১৭ সাল থেকে ১৯২১ সাল পর্যন্ত ব্রেশ্‌ট [[মিউনিখ|মিউনিখে]] চিকিৎসাবিদ্যার ওপর পড়াশোনা করেন, কিন্তু তাঁর ঝোঁক ছিল সাহিত্যের দিকে। ১৯২২ সালে ব্রেশ্‌ট অপেরা গায়িকা মারিয়ান ৎসফ্‌-কে বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। তবে ব্রেশ্‌ট অনুগত স্বামী ছিলেন না। ১৯১৯ ও ১৯২৬ সালের মাঝে তিনজন মহিলার গর্ভে ব্রেশ্‌টের তিনটি সন্তান জন্মে। এদের মধ্যেই একজন হলেন মারিয়ান। ১৯২৪ সালে ব্রেশ্‌ট ঠিকানা বদল করে বার্লিনে যান। সেখানে তিনি কিছুদিনের জন্য মঞ্চ পরিচালক মাক্স রাইনহার্ট ও এর্ভিন পিস্কাটর, এবং নাট্যকার কার্ল ৎসুক্‌মাইয়ারের সাথে কাজ করেন। ১৯২৮ সালে ব্রেশ্‌ট সুরকার কুর্ট ভাইলের সহযোগিতায় ইংরেজি অপেরা "দ্য বেগার্স অপেরা"-র একটি সম্পূর্ন সংশোধিত সংস্করণ প্রস্তুত করেন। অপেরাটি ''ডি দ্রাইগ্রোশেন্‌ওপার'' (''Die Dreigroschenoper'') নামে বার্লিনের থিয়েটার আম শিফবাউয়ারডাম-এ মুক্তি পায় ও দারুণ সাফল্য লাভ করে। ১৯২৯ সালের ১০ই এপ্রিল ব্রেশ্‌ট হেলেনে ভাইগেল-কে বিয়ে করেন। এই দম্পতির তিন বছর আগেই একটি পুত্রসন্তান হয়েছিল। বিয়ের পরে তাদের আরেকটি সন্তান হয়। ১৯৩০ সালে ব্রেশ্‌টের আউফষ্টিগ উন্ট ফাল ডের ষ্টাট মাহাগোনি অপেরাটি মুক্তি পাওয়ার পর চরম নিন্দিত হয়। ১৯৩১ সালে ডি দ্রাইগ্রোশেন্‌ওপার-এর চলচ্চিত্র সংস্করণ মুক্তি পায়। ১৯৩৩ সালে, রাইখষ্টাগে আগুন লাগার একদিন পর ব্রেশ্‌ট সপরিবারে জার্মানি ত্যাগ করেন। প্রথমে প্রাগ শহরে ও পরে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। কিছুদিন (১৯৪৫-১৯৪৭) তিনি হলিউডে কাজ করেন। ১৯৪৭ সালে মার্কিন-সোভিয়েত ঠান্ডা যুদ্ধের জের হিসেবে ব্রেশ্‌টকে অন্যান্য অনেক চলচ্চিত্র ব্যক্তিত্বের সাথে মার্ক্সবাদী সাম্যবাদী সন্দেহে জেরা করা হয়। জেরার পরপরই একই দিনে, ৩০শে অক্টোবর, তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। ১৯৪৯ সালে ব্রেশ্‌ট জুরিখ ছেড়ে পূর্ব বার্লিনে চলে আসেন। এখানে তিনি বার্লিনার অঁসম্বল গঠন করেন। ১৯৫৬ সালের ১৪ই আগস্ট ব্রেশ্‌ট পূর্ব বার্লিনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
 
৮ নং লাইন:
১৯৩৩ সালে নাৎসিদের অত্যাচারে দেশ ছাড়ার পর ব্রেশ্‌ট বাকী জীবনটা অনেকটা ভবঘুরের মতই দেশ থেকে দেশে ঘুরে বেড়িয়েছেন; নিজের দেশ বলে তার কিছু ছিল না। কিছুদিন হলিউডে কাজ করলেও সে জায়গাটি তার পছন্দ হয়নি। পশ্চিমে তিনি নিন্দিত হয়েছিলেন কট্টর মার্ক্সবাদী হিসেবে। সাম্যবাদী সন্দেহে তাঁকে জেরা করা হয়। ১৯৪৯ সালে পূর্ব বার্লিনে ফেরত আসার পরে সেখানেও মূলধারার বাইরের নাটক লেখার কারণে সন্দেহের শিকার হন।
 
== ব্রেশ্‌টের লেখা কিছু সাহিত্যকর্ম ==
* (১৯২৮) ''ডি দ্রাইগ্রোশেন্‌ওপার'' (''Die Dreigroschenoper'', বাংলায় "তিন পেনির অপেরা")
* (১৯৩০) ''আউফষ্টিগ উন্ট ফাল ডের ষ্টাট মাহাগোনি'' (''Aufstieg und Fall der Stadt Mahagonny'', বাংলায় "মাহাগোনি শহরের উত্থান ও পতন")
১৫ নং লাইন:
* (১৯৪৮) ''ডের কাউকাজিশে ক্রাইডেক্রাইস'' (''Der kaukasische Kreidekreis'', বাংলায় "ককেশীয় চকবৃত্ত")
 
[[Categoryবিষয়শ্রেণী:১৮৯৮-এ জন্ম]]
[[Categoryবিষয়শ্রেণী:১৯৫৬-এ মৃত্যু]]
[[Categoryবিষয়শ্রেণী:জার্মান কবি]]
[[Categoryবিষয়শ্রেণী:জার্মান নাট্যকার]]
 
[[ar:برتولت بريشت]]
৫৮ নং লাইন:
[[lv:Bertolts Brehts]]
[[mk:Бертолт Брехт]]
[[mrj:Брехт, Бертольт]]
[[nds:Bertolt Brecht]]
[[nl:Bertolt Brecht]]